বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন দ্বাদশ আসরে প্রথমবারের মতো থাকছে নোয়াখালী বিভাগের ফ্র্যাঞ্চাইজি। জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। গতকাল রাজধানীর একটি হোটেলে চুক্তি সম্পন্ন করার পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে দলটি। এর আগে গত সপ্তাহেই নোয়াখালী এক্সপ্রেস নিশ্চিত করেছিল বিষয়টি। ফেসবুক পোস্টে তারা লিখেছিল, ‘ওরে রোকেয়ারে তুই কোনাই? আইতো নোয়াখালী এক্সপ্রেসে করি বিপিএলে চলি আইছি।’
প্রসঙ্গত, ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টে ‘কাবিলা’ চরিত্রে অভিনয়ের পর জনপ্রিয় হয়ে ওঠেন পলাশ। নোয়াখালীর ভাষায় কথা বলে দর্শকদের মন কাড়েন তিনি। আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠবে এবারের বিপিএলের। উদ্বোধনী দিনে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিযান শুরু করবে নোয়াখালী এক্সপ্রেস।এদিকে অভিষেক আসরকে সামনে রেখে নিলামের পর একের পর এক চমক নিয়ে হাজির হ”েছ ফ্র্যাঞ্চাইজিটি। কদিন আগেই আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবিকে দলে নিয়েছে নোয়াখালী। এবার দেশটির তরুণ পেসার বিলাল সামিকে দলে ভিড়িয়েছে তারা। এর আগে কখনোই বিপিএলে খেলেননি আফগানদের হয়ে দুটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলা এই পেসার। গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মাত্র ৩৩ রান খরচায় পাঁচ উইকেট নেন বিলাল। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের পেসার ইবরার আহমেদের সঙ্গে চুক্তি করে নোয়াখালী। জাতীয় দলে খুব বেশি সুযোগ না পেলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিচিত মুখ ইবরার। তিনি আবুধাবি টি-টেনে ডেকান গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলে থাকেন। আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। এমন পারফরম্যান্সই নজর কেড়েছে নোয়াখালীর। এদিকে বিপিএলের বেশ পুরানো ক্রিকেটার নবি। শেষবার ফরচুন বরিশালের হয়ে শিরোপাও জিতেছেন আফগানিস্তানের এই অলরাউন্ডার। বিপিএলে এর আগে পাঁচটি দলের হয়ে খেলেন তিনি। এবার অবশ্য আইএল টি-টোয়েন্টি শেষ করেই খেলতে আসার কথা তার।বিপিএলের আসন্ন আসরে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করছে নোয়াখালী এক্সপ্রেস। নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা পেয়েছে দেশ ট্রাভেলস। মালিকানা পেয়েই দল সাজায় দলটি। নিলামের আগেই শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিস এবং জনসন চার্লসকে দলে নেয় নোয়াখালী। পিএসএল, আইপিএল, এলপিএল এবং এসএ-টোয়েন্টিতে নিয়মিত খেললেও এবারই প্রথমবার বিপিএলে আসবেন লঙ্কান টপ অর্ডার ব্যাটার মেন্ডিস। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে পাকিস্তান। ৩ ডিসেম্বর এই সিরিজটি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সবকিছু ঠিক থাকলে সিরিজটি শুরু হবে ৭ জানুয়ারি। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ৯ ও ১১ জানুয়ারি। আসন্ন এই সিরিজের সবগুলো ম্যাচই হবে ডাম্বুলায়। এই সিরিজে খেলার কথা রয়েছে মেন্ডিসেরও।