অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তফসিল ঘোষণার আগে পদত্যাগ করায় শূন্য হওয়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া (সজীব ভুঁইয়া)-এর স্থলাভিষিক্ত হলেন তিনি। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ¯’ানীয় সরকার ও যুব ও ক্রীড়া দুই মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার লক্ষ্যে তিনি পদত্যাগ করেন। যদিও সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেননি, পরে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার দপ্তরে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি। তিনি আগেই জানিয়েছিলেন যে আসন্ন নির্বাচনে অংশ নেবেন, তবে কোন দল বা এলাকা থেকে প্রার্থী হবেন তা এখনও পরিষ্কার করেননি। ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ‘জুলাই অভ্যুত্থানে’ সামনের সারির নেতৃত্বে ছিলেন আসিফ মাহমুদ সজীব। শেখ হাসিনার দেশত্যাগের পর যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, তার উপদেষ্টা পরিষদেও যুক্ত হন তিনি। গত ১৬ মাসে ক্রিকেট, ফুটবলসহ ক্রীড়াঙ্গনের উন্নয়নে নানা উদ্যোগ নেন তিনি। তার সময় ফুটবলের জনপ্রিয়তা নতুনভাবে বেড়েছে বলে ক্রীড়া মহলের দাবি। ক্রিকেটেও কিছু কাঠামোগত সংস্কারের চেষ্টা চলছিল।তবে তার বিরুদ্ধে কিছু অভিযোগও ওঠে। বিশেষ করে সাম্প্রতিক বিসিবি নির্বাচনে আমিনুল ইসলাম বুলবুলকে প্রার্থী হতে উৎসাহিত করা এবং উপদেষ্টা হিসেবে ক্ষমতার অপব্যবহারের গুঞ্জন ছিল। পদত্যাগের আগে সংবাদ সম্মেলনে নিজের কাজের সারসংক্ষেপ তুলে ধরলেও পদত্যাগ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি তিনি। এদিকে,সজীব ভুঁইয়ার রেখে যাওয়া দুই মন্ত্রণালয়ের একটি যুব ও ক্রীড়া পেয়েছেন আসিফ নজরুল। তিনি এতদিন অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অপর মন্ত্রণালয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) এর দায়িত্ব পেয়েছেন আদিলুর রহমান খান।
ক্রিকেট
নতুন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল
অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তফসিল ঘোষণার আগে পদত্যাগ করায় শূন্য হওয়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া (সজীব ভুঁইয়া)-এর স্থলাভিষিক্ত হলেন তিনি।
Printed Edition