গত সোমবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচনের পর দিনই গত মঙ্গলবার বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে নতুন পরিচালকদের মাঝে দায়িত্ব বণ্টন করে দেয়া হয়েছে। একই দিন রাতে অনুষ্ঠিত হয়েছিল নাইট অব সেলিব্রেশান। এরপরই গতকাল ভোরে অস্ট্রেলিয়ার বিমান ধরেছেন বিসিবি সভাপতি।বুলবুলের পরিবার অস্ট্রেলিয়ায় থাকেন। যে কারণে পরিবারের সঙ্গে সময় কাটাতে তিনি সেখানে গিয়েছেন। বিসিবি সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়ায় সপ্তাহখানেক অবস্থান করবেন বুলবুল। এরপর দেশে ফিরতে পারেন।
এর আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হয়ে প্রতিক্রিয়ায় বুলবুল বলছিলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গেছি। অল্প সময়ের জন্য এসে যখন ছোট ছোট কাজ করতে শুরু করলাম, সাফল্যগুলো দেখতে পেলাম, সেই সাফল্য দেখার লোভ ছাড়তে পারিনি। দেশকে সেবা দেওয়ার লোভে আমি থেকে গিয়েছি।’ সবাইকে নিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করতে চান বুলবুল, ‘শুরুতে একটা ঘোষণা দিতে চাই, আমরা সবাই দেশের ক্রিকেটে উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই। কে বোর্ডে আছে, কে নেই; এটা বিবেচনা না করে সকল অংশীদারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাব। দেশের ক্রিকেট এগিয়ে নিতে প্রয়োজনে আমরা তাদের কাছে যাবো। নির্বাচনের আগে সব দেশে, সব জায়গায়, সব সেক্টরে কিছু বিতর্ক হয়। আমরা বিশ্বাস করি, গঠনতন্ত্রের মধ্যে থেকে নির্বাচন করেছি।’