ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্টিভ স্মিথ। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে গত মঙ্গলবারের সেমিফাইনালটিই হয়ে থাকল তার ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ। ম্যাচশেষেই সতীর্থদের নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। ওয়ানডে ছাড়লেও টেস্ট ও টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেয়া স্মিথ। ২০১০ সালে ওয়ানডে অভিষেকের পরে এই সংস্করণে ১৭০টি ম্যাচ খেলেছেন স্মিথ, করেছেন ১২টি সেঞ্চুরি ও ৩৫টি ফিফটি।

ক্যারিয়ারের সর্বশেষ ওয়ানডে ম্যাচেও পেয়েছেন ফিফটি, খেলেছেন ৭৩ রানের ইনিংস। পরের ওয়ানডে বিশ্বকাপ আরও দুই বছর পর। সেই বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া দলটিকে প্রস্তুত করতেই নিজেকে সরিয়ে নিয়েছেন স্মিথ, ‘এখন (অস্ট্রেলিয়ার) ২০২৭ বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করার ভালো সময়, তাই সরে যাওয়ার এটাই উপযুক্ত সময় মনে হচ্ছে। পথচলাটা অবিশ্বাস্য ছিল এবং আমি এর প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।