এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে ফের উত্তপ্ত পরিস্থিতি। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের মন্তব্য নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিক অভিযোগ করলে সেটি গ্রহণ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইতিমধ্যেই অভিযোগের প্রাথমিক তদন্তও শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর সূর্যকুমার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পেহেলগাম হামলার প্রসঙ্গ টেনে বিজয়কে ভারতীয় সেনাদের উদ্দেশে উৎসর্গ করেন। পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, বিসিসিআই ও ভারত সরকারের নির্দেশে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানো হয়নি।পিসিবির দাবি, সূর্যকুমার খেলায় রাজনীতি টেনে এনেছেন, যা আইসিসির আচরণবিধির পরিপন্থী। তাদের পাঠানো চিঠিতে বলা হয়, এই মন্তব্য শুধু পাকিস্তানবিরোধী নয়, বরং ক্রিকেটকে রাজনৈতিক অঙ্গনে পরিণত করার মতো গুরুতর অপরাধ। তাই ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় পিসিবি।এর আগে ‘ফ্রি গাজা’ কিংবা ‘ফ্রিডম ইজ হিউম্যান রাইট’ ধরনের স্লোগানকে লঙ্ঘন হিসেবে ঘোষণা করেছিল আইসিসি। অন্যদিকে ভারতীয় বোর্ড (বিসিসিআই) পাল্টা অভিযোগ করেছে পাকিস্তানের দুই খেলোয়াড় হারিস রউফ ও সাহিবজাদা ফারহানের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে উস্কানিমূলক ভঙ্গি ও উদযাপনের অভিযোগ তুলেছে ভারতীয়রা। সব মিলিয়ে দুবাইয়ের ম্যাচটিকে ঘিরে ভারত-পাকিস্তান ক্রিকেটে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আইসিসি জানিয়েছে, শিগগিরই আনুষ্ঠানিক শুনানির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে।
ক্রিকেট
সূর্যকুমারের বক্তব্য ঘিরে বিতর্ক আইসিসির তদন্ত শুরু
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে ফের উত্তপ্ত পরিস্থিতি। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের মন্তব্য নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড