স্বাগতিক জিম্বাবুয়েকে ছিটকে ফেলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চলে গেছে দক্ষিণ আফ্রিকা। শিরোপা নির্ধারণী ম্যাচে প্রোটিয়াদের সঙ্গী সিরিজের অন্য দল নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচে ৪ পয়েন্ট, আর নিউজিল্যান্ড দুই ম্যাচেই প্রোটিয়াদের সমান পয়েন্ট পেয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে।অন্যদিকে তিন ম্যাচের সবগুলোতে হেরেছে স্বাগতিকরা। লিগ পর্বের বাকি এক ম্যাচে স্বাগতিকরা জিতলেও তা কোনো কাজে আসবে না। কেননা সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে মাত্র ২। জিম্বাবুয়ের শেষ ম্যাচটি নিউজিল্যান্ডের বিপক্ষে। তার আগে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ফাইনালিস্ট দুই দল এরইমধ্যে নিশ্চিত হয়ে যাওয়ায় শেষ দুটি ম্যাচ শুধুই নিয়মরক্ষার।গত রোববার হারারে স্পোর্টস ক্লাবে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪৪ রান করে জিম্বাবুয়ে। এই কম পুঁজি নিয়ে দক্ষিণ আফ্রিকাকে কোনো চাপেই ফেলতে পারেনি তারা। ৭ উইকেট আর ১৬ বল হাতে রেখে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। পাওয়ার প্লে-তে এই সিরিজের সর্বনিম্ন রান করে জিম্বাবুয়ে। প্রথম ১০ ওভারে ৩ উইকেটে মাত্র ৫৫ রান করে তারা। এরপর ব্রায়ান বেনেটের ৪৩ বলে ৬১ রানের ইনিংসের ওপর ভর করে মান বাঁচানো পুঁজি পায় স্বাগতিকরা। ৩১ বলে ৩৬ রানের অপরাজিত থাকেন রায়ান বার্ল। দক্ষিণ আফ্রিকার রুবিন হারম্যান টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি (৩৬ বলে ৬৩) হাঁকান। অধিনায়ক রসি ফন ডার ডুসেন আরও একটি ফিফটি (৪১ বলে ৫২) হাঁকিয়ে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন।
ক্রিকেট
স্বাগতিক জিম্বাবুয়ের বিদায়
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকা
স্বাগতিক জিম্বাবুয়েকে ছিটকে ফেলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চলে গেছে দক্ষিণ আফ্রিকা। শিরোপা নির্ধারণী ম্যাচে প্রোটিয়াদের
Printed Edition
