আগের ছয়বারের চেষ্টায় কখনোই এশিয়ান কাপের বাছাইপর্ব পেরোতে সক্ষম হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। গতকাল বুধবার ভিয়েতনামে স্বাগতিকদের বিপক্ষে এবারের শুরুটাও ভালো হলো না বাংলাদেশের। গতকাল ভিয়েত ট্রাই স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে ভিয়েতনাম।ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যেত পারতো তারা। ডি বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া ভিয়েতনাম মিডফিল্ডার ফি হোয়াংয়ের জোরালো শটটি ফিরে আসে বাংলাদেশের গোলবারে লেগে। ম্যাচের ১৫ মিনিটে ফি হোয়াং এর অ্যাসিস্ট থেকে ফরোয়ার্ড এনগোক মাই বাম প্রান্ত দিয়ে আক্রমণে উঠে গোল করে এগিয়ে দেন ভিয়েতনাম। তার কোনাকুনি নেওয়া শট তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না বাংলাদেশ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের। ২০ মিনিটে সম্মিলিত আক্রমণ থেকে লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল ভিয়েতনাম। তবে বক্সের ভেতরেই অধিনায়ক ভ্যান ট্রুওঙ্গ শট মারেন উড়িয়ে। ৩৫ মিনিটে প্রথম সুযোগ আসে বাংলাদেশের সামনে। সেট পিস থেকে অধিনায়ক শেখ মোরসালিন শট নিলেও তা সরাসরি গিয়ে থামে স্বাগতিক গোলরক্ষক ট্রুঙ্গ কিয়েন এর হাতে।

৩৯ মিনিট আরও একটি ফ্রিকিক পায় বাংলাদেশ। এবার বক্সের মধ্যে বল ফেলেন মোরসালিন। তবে ভিয়েতনামের ডিফেন্ডাররা কোনো ধরনের বিপদ হতে দেননি। দুই মিনিটে বাঁ প্রান্ত দিয়ে ভালো বোঝাপড়ায় জায়ান আহমেদ হয়ে মজিবুর রহমান জনির কাছ থেকে বল পেয়ে বক্সে ঢুকে গিয়েছিলেন ফরোয়ার্ড আল আমিন। কিন্তু হতাশ হতে হয় তার দুর্বল শটের কারণে। যোগ করা সময়ে থ্রু পাস ধরে গোলের সম্ভাবনা তৈরি করেছিলেন এনগোক। তার ক্রসের সামনে ডিফেন্ডার জাহিদ শান্ত বাধা হয়ে না দাঁড়ালে আরও একটি গোল হজম করতে হতো বাংলাদেশকে। এক গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করেন কিউবা মিচেলরা।বিরতির পর আক্রমণের ধার বাড়াতে আল আমিন ও আকাশকে উঠিয়ে মিরাজুল ইসলাম ও পিয়াস নোভাকে মাঠে নামান কোচ সাইফুল বারী টিটু। কিন্তু উল্টো একের পর এক আক্রমণ শানাতে থাকে ভিয়েতনাম। ৬৩ মিনিটে বক্সের বাইরে থেকে গোলের ডান প্রান্ত লক্ষ্য করে শট নেন নাত মিন। ঝাপিয়ে পড়ে সে যাত্রায় দলকে রক্ষা করেন শ্রাবণ। পরের মিনিটেই কর্নার থেকে নাত মিনের নেওয়া হেডের সামনে দেয়াল হয়ে দাঁড়ান রিমন হোসেন। ৭৭ মিনিটেও আরও একবার বাংলাদেশের ত্রাতা হয়ে দাঁড়ায় গোলবার। এবার লে ভিকটরের শট ঠেকে যায় ওপরের বারে লেগে।

৮২ মিনিটে আরেকটি চোখ জুড়ানো সেভ করেন শ্রাবণ। তবে পরের মিনিটেই কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করে ভিয়েতনাম। লি ডুকের অ্যাসিস্ট থেকে এবার সফল হন ভিকটর। শেষের যোগ করা সময়েও ফি হোয়াং গোলবঞ্চিত হন বারের জন্য। দিনের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ২-১ গোলে হারায় ইয়েমেন। পরের ম্যাচে শনিবার এই ইয়েমেনের মুখোমুখিই হবেন মোরসালিনরা।