জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে পাকিস্তান। প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৫ উইকেটে পরাজিত করেছে দলটি। তবে রান তাড়া করতে গিয়ে পাওয়ার প্লেতেই তিন উইকেট হারিয়ে বড় বিপাকে পড়েছিল পাকিস্তান। তবে পঞ্চম উইকেটে ফখর জামান ও উসমান খানের দারুণ ব্যাটিং দৃঢ়তায় জয় পায় দলটি। মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে জিম্বাবুয়ে। জবাবে পাকিস্তান ৪ বল হাতে রেখে ৫ উইকেটে জয় নিশ্চিত করে। ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৭ রানে ব্র্যাড ইভান্সের শিকার হয়ে ফেরেন ওপেনার। এরপর শূন্য রানে বাবর আজম ও ১ রান করে অধিনায়ক সালমান আলি আগার দ্রুত বিদায় পাকিস্তান শিবিরে বড় ধাক্কা দেয়। দশম ওভারে আরেক ওপেনার সাইম আয়ূব (১৪) আউট হলে চরম সংকটে পড়ে দলটি। পঞ্চম উইকেটে সেই বিপর্যয় সামাল দেন ফখর জামান ও উসমান খান। দুজন মিলে ৬৪ রানের মূল্যবান জুটি গড়েন। ফখর জামান ৪৪ রানে ফিরলেও, উসমান খান ৩৭ রানে অপরাজিত এবং মোহাম্মদ নাওয়াজ ২১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানির ব্যাটে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫৯ রান তুলে দারুণ শুরু করে জিম্বাবুয়ে। তবে এরপর ধস নামে তাদের ইনিংসে। ওপেনার বেনেট ৪৯ রানে ফিরে গেলে চাপ বাড়ে। শেষদিকে অধিনায়ক সিকান্দার রাজা ২৪ বলে অপরাজিত ৩৪ রান করলে জিম্বাবুয়ে ৮ উইকেটে ১৪৭ রান তোলে। পাকিস্তানের হয়ে মোহাম্মদ নাওয়াজ ২টি উইকেট নেন।