ক্রিকেট
ক্রিকেটে পাকিস্তানের ব্যর্থতা আলোচনা হবে সংসদেও
একের পর এক টুর্নামেন্টে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। সর্বশেষ ঘরের মাঠের চ্যাম্পিয়নস ট্রফিতে টানা দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে তারা। এরপর চারদিকে আলোচনা–সমালোচনা হচ্ছে মোহাম্মদ
স্পোর্টস ডেস্ক: একের পর এক টুর্নামেন্টে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। সর্বশেষ ঘরের মাঠের চ্যাম্পিয়নস ট্রফিতে টানা দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে তারা। এরপর চারদিকে আলোচনা–সমালোচনা হচ্ছে মোহাম্মদ রিজওয়ানের দল নিয়ে। পাকিস্তানের এই ব্যর্থতা নিয়ে ক্ষোভ আছে দেশটির মানুষেরও।ওই ক্ষোভ নাকি এবার পৌঁছে যাচ্ছে একেবারে শীর্ষ পর্যায়েও। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক ও জনসংযোগ সহকারী রানা সানাউল্লাহ জিও নিউজকে জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে বিষয়টি দেখবেন। আমরা তাঁকে এটি মন্ত্রিসভায় ও সংসদে তোলার জন্যও বলব।’এই যখন অবস্থা, তখন আরও একটি খবর দিয়েছে জিওÍপাকিস্তানের এই সংবাদমাধ্যম বলছে, দেশটির সিনিয়র ক্রিকেটাররা নাকি বাদ পড়ার ভয়ে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকে নিজেদের নাম সরিয়ে নিতে চাচ্ছেন।মার্চের ১৬ থেকে এপ্রিলের ৫ তারিখ পর্যন্ত কিউইদের বিপক্ষে পাঁচ টি–টোয়েন্টি ও তিন ওয়ানডের সিরিজ খেলার কথা পাকিস্তানের। চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার পর এই সিরিজে অনেকে বাদ পড়ার শঙ্কায় আছেন, আগেভাগেই তাই তারা ‘বিরতি’ নিতে চাইছেন বলে জানিয়েছে জিও।বাদ পড়ার ‘ঝুঁকিতে’ আছেন এমন কয়েকজন ক্রিকেটারের নামও উল্লেখ করেছে তারা, এর মধ্যে আছেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ, বাবর আজমের মতো ক্রিকেটার। আগেভাগেই তাই নিউজিল্যান্ড সিরিজ থেকে বিরতি নিয়ে নিজেদের সম্মান রক্ষার চেষ্টায় আছেন তারা।নিউজিল্যান্ডের বিপক্ষে ৬০ রানের হার দিয়ে এবার চ্যাম্পিয়নস ট্রফি শুরু করে পাকিস্তান, এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারে ৬ উইকেটে। বাংলাদেশের বিপক্ষে আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচটিও ভেসে যায় বৃষ্টিতে।