কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কোনো দ্বিপক্ষীয় ক্রিকেট খেলবে না ভারত। এ কথা পুনরায় জোর দিয়ে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুকলা। ভারত ও পাকিস্তানের মধ্যে শেষ দ্বিপক্ষীয় সিরিজ হয়েছিল ২০১২-১৩ সালে। সে বার ভারত সফর করেছিল পাকিস্তানদল। অপরদিকে, ভারত সর্বশেষ পাকিস্তান সফর করেছিল ২০০৮ সালে। চলতি বছরে পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণের জন্য ভারত রাজি না হওয়ায়, ভারতের সব ম্যাচ এবং ফাইনাল স্থানান্তরিত করে দুবাইয়ে আয়োজন করা হয়। রাজীব শুক্লা স্পোর্টস টক-এ বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্তদের পাশে আছি এবং এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। আমাদের সরকার যা বলবে, আমরা তাই করব।পাকিস্তানের সঙ্গে আমরা দ্বিপক্ষীয় সিরিজ খেলি না, কারণ সরকারের অবস্থান তেমনই। আর ভবিষ্যতেও দ্বিপক্ষীয় সিরিজ খেলব না। তবে আইসিসি ইভেন্টে অংশ নিতে হয় বলেই খেলা হয়, সেটাও আইসিসির সঙ্গে চুক্তির কারণে।’ বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া বলেন, ‘পেহেলগামে নিরীহ মানুষদের ওপর যে নির্মম জঙ্গি হামলা হয়েছে, তাতে গোটা ক্রিকেট মহল স্তব্ধ ও শোকাহত।

বিসিসিআইয়ের পক্ষ থেকে আমি এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাই এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও প্রার্থনা জানাই।’ বিসিসিআইয়ের পক্ষ থেকে পেহেলগাম হামলার ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে এক মিনিটের নীরবতা পালন করা হয়। খেলোয়াড় ও স্টাফরা কালো ব্যাজ পরে মাঠে নামেন এবং কোনো উৎসবপূর্ণ আয়োজন ছাড়াই ম্যাচ পরিচালিত হয়।