স্পোর্টস রিপোর্টার
আগামী বছরের ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। ভারত ও শ্রীলঙ্কার আয়োজনে পর এবারের বিশ্বকাপে অংশ নিবে ২০ দল। এরপর ৮ মার্চ ফাইনাল হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ম্যাচগুলোর টিকিটের দাম প্রকাশ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)। এবার টিকিট পাওয়া যাবে সর্বনিম্ন ১০০ রুপিতে। তবে দল অনুযায়ী গ্রুপ পর্ব, সুপার এইট এবং সেমি-ফাইনালের জন্য টিকিটের দামে পার্থক্য আছে। এবারের বিশ্বকাপে ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। উদ্বোধনী দিনেই কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। একই ভেন্যুতে ৯ ও ১৪ ফেব্রুয়ারি পরের দুই ম্যাচ ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে। আর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৭ ফেব্রুয়ারি গ্রুপপর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ নেপাল। ইডেন গার্ডেন্সে বাংলাদেশ-ইতালি, ইংল্যান্ড-ইতালি এবং ওয়েস্ট ইন্ডিজ-ইতালি ম্যাচগুলোর টিকিটের দাম শুরু হবে সর্বনিম্ন ১০০ রুপি থেকে। এছাড়া সুপার এইটের ম্যাচের টিকিটের দাম ৯০০ রুপি থেকে শুরু হবে। এছাড়া প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের দাম ৪,০০০ রুপি। লোয়ার ব্লক বি ও এল আসন ১,০০০ রুপি, আর লোয়ার ব্লক সি, এফ ও কে এবং লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ ও জে আসন ২০০ রুপিতে পাওয়া যাবে। আপার-টিয়ার আসনের দাম (বি১, সি১, ডি১, এফ১, জি১, এইচ১, কে১ ও এল১ ব্লক) ১০০ রুপি। তবে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ এবং ইংল্যান্ড বনাম বাংলাদেশ হাই প্রোফাইল ম্যাচের টিকিটের দাম একটু বেশি। এই ম্যাচগুলোর জন্য প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের দাম ৫,০০০ রুপি। লোয়ার ব্লক বি ও এল এর দাম ১,৫০০ রুপি, লোয়ার ব্লক সি, এফ ও কে এর দাম ১,০০০ রুপি, লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ ও জে এর দাম ৫০০ রুপি এবং আপার ব্লক টিকিট ৩০০ রুপিতে পাওয়া যাবে। ইডেনে অনুষ্ঠিতব্য সুপার এইট এবং সেমি-ফাইনাল ম্যাচের জন্য প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) টিকিটের দাম ১০,০০০ রুপি। লোয়ার ব্লক বি ও এল টিকিট ৩,০০০ রুপি, লোয়ার ব্লক সি, এফ ও কে ২,৫০০ রুপি, এবং লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ ও জে ১,৫০০ রুপিয় পাওয়া যাবে। এই উচ্চ-দাবির ম্যাচগুলোর জন্য আপার ব্লক আসন ৯০০ রুপি নির্ধারিত হয়েছে। এই মূল্যতালিকার ফলে সাধারণ ক্রিকেটপ্রেমীরাও সহজেই মাঠে বসে বিশ্বকাপের খেলা উপভোগ করতে পারবেন। বিশেষ করে বাংলাদেশের সমর্থকদের জন্য ইডেন গার্ডেন্সে টাইগারদের ম্যাচ দেখার সুযোগ বাড়বে। টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে।