এক ম্যাচ বাকী থাকতে আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের কাছে ৮১ রানের হার বরণ করে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচ ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ। ফলে ২-০ ব্যবধানে পিছিয়ে আগেভাগেই সিরিজ হেরে বসেছে মেহেদি হাসান মিরাজের দল। সিরিজ হারের জন্য দলের ব্যাটিং ব্যর্থতাকে কাঠগড়ায় তুলেছেন অধিনায়ক মিরাজ। দ্বিতীয় ওয়ানডে শেষে মিরাজ জানান, দায়ত্বিজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে আফগানিস্তানের কাছে সিরিজ হারতে হয়েছে। দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বড় স্কোর পায়নি আফগানিস্তান। বাংলাদেশ বোলারদের নৈপুন্যে ৪৪.৫ ওভারে ১৯০ রানে গুটিয়ে যায় আফগানরা। ৪২ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার ছিলেন অধিনায়ক মিরাজ। জবাবে ব্যাটারদের ব্যর্থতায় ২৮.৩ ওভারে ১০৯ রানে অলআউট হয় বাংলাদেশ। ৩০ রানে শেষ ৬ উইকেট হারায় টাইগাররা। দলের পক্ষে মাত্র চারজন ব্যাটার দুই অংকে পা রেখেছেন। তাওহিদ হৃদয় ২৪, সাইফ হাসান ২২, জাকের আলি ১৮ ও নুরুল হাসান ১৫ রান করেন। ম্যাচ শেষে মিরাজ বলেন, ‘বোলাররা সত্যিই ভাল বোলিং করেছি। আমরা এই টার্গেট তাড়া করতে পারতাম। কিš‘খুব খারাপ ব্যাটিং করেছি। কোন ব্যাটারই দায়িত্ব নিয়ে খেলতে পারেনি। আমরা হতাশ।’ উপরের সারি ব্যাটাররা বড় জুটি গড়তে না পারায় ম্যাচ হারের আরও একটি কারণ বলে মনে করেন মিরাজ। এ ম্যাচে বাংলাদেশের সর্বো”চ রানের জুটি ছিল ২৯। যা পঞ্চম উইকেটে করেছিলেন হৃদয় ও জাকের। মিরাজের মতে টপ অর্ডারে ভাল জুটি হলে ম্যাচের চিত্র অন্যরকম হতে পারত। তিনি বলেন, ‘টপ অর্ডারে আমাদের বড় জুটি গড়া দরকার ছিল। তাহলে ম্যাচের চিত্র অন্যরকম হতো। কিš‘ কোনও ব্যাটারই দায়িত্ব নিতে পারেনি। এটি খুবই হতাশাজনক।’ তৃতীয় ও শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে হোয়াইটওয়াশ এড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী মিরাজ। তিনি বলেন, ‘আর একটি ম্যাচ বাকি আছে। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। ব্যাটারদের আরও উন্নতি করতে হবে এবং দায়িত্ব নিতে হবে।’ আগামীকাল একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।
ক্রিকেট
ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করলেন অধিনায়ক মিরাজ
এক ম্যাচ বাকী থাকতে আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের কাছে ৮১ রানের হার বরণ করে টাইগাররা।
Printed Edition
