সিলেটে বিপিএল শুরু হতে যাচ্ছে ২৬ ডিসেম্বর থেকে। তবে দেশের বর্তমান অবস্থায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় আগেই বাতিল হয়েছে বিপিএলের দ্বাদশ মৌসুমের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। তবে সেদিন ছোট পরিসরের একটি অনুষ্ঠান রাখা হয়েছে। গতকাল মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত হয়ে তা নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। ইফতেখার রহমান সাংবাদিকদের বলেছেন, ‘আমরা সবাই জানি যে, পরিস্থিতি একটু চ্যালেঞ্জিং। আমাদের বারবার পরিকল্পনা বদলাতে হচ্ছে। তো ২৪ তারিখে যেহেতু আমরা উদ্বোধনী অনুষ্ঠান করতে পারছি না। এখন ২৬ তারিখে ম্যাচের দিনই ছোট করে আয়োজন করবো।’ আয়েজন নিয়ে এই কর্মকর্তা বললেন, ‘আমাদের প্রেসিডেন্ট সাহেব (আমিনুল ইসলাম বুলবুল) ও ক্রীড়া উপদেষ্টা (আসিফ নজরুল) ওনারা উদ্বোধন করবেন। সবার সঙ্গে হ্যান্ডশেক করবেন। সাম্প্রতিক সময়ে ওসমান হাদীর মৃত্যুতে আমরা এক মিনিট নীরবতা পালন করবো। এর সঙ্গে একটি কনসার্টের আয়োজন করা হবে দুই ম্যাচের মাঝের বিরতিতে।’ এরপরই যোগ করে ইফতেখার রহমান জানালেন, ‘দুই ম্যাচের মাঝে এই একটা গানের আঞ্চলিক সব গান নিয়ে একটা অনুষ্ঠান হবে। যেটা মাঠেই স্টেজ করে হবে। গানের অনুষ্ঠান প্রথম ম্যাচের আগে ১৫ মিনিটের, দুপুর আড়াইটার মধ্যে আমাদের শেষ করতে হবে। জুম্মার নামাজের পরে ২টা ১৫ মিনিটে শুরু করে ১৫ মিনিটের মধ্যে এটা শেষ করা হবে। দুই খেলার মাঝে যে সময় আছে- ১ ঘণ্টা ৪৫ মিনিটের-ওইখানে এই ছোট অনুষ্ঠানটা করবো।’ বিপিএলে উদ্বোধনী ম্যাচ হবে নতুন সময় অনুযায়ী দুপুর ৩টায়। মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। আর চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস খেলবে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে।
ক্রিকেট
ছোট পরিসরে বিপিএলের উদ্বোধন
সিলেটে বিপিএল শুরু হতে যাচ্ছে ২৬ ডিসেম্বর থেকে। তবে দেশের বর্তমান অবস্থায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় আগেই বাতিল হয়েছে বিপিএলের দ্বাদশ মৌসুমের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। তবে সেদিন ছোট পরিসরের একটি অনুষ্ঠান রাখা হয়েছে।
Printed Edition