ভারত-দক্ষিণ আফ্রিকার ফাইনার ম্যাচ দিয়ে শেষ হয়েছে নারী ক্রিকেট বিশ্বকাপ আসর। গতকাল ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নামে ভারত। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে মাঠে নামতে পারেনি দলটি। এবারের বিশ্বকাপ প্রাইজমানির দিক দিয়ে ছাড়িয়ে গেছে আগের সব টুর্নামেন্টকে। এবারের নারী বিশ্বকাপে মোট অর্থ পুরস্কার নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৬৮ কোটি ৪৯ লাখ টাকার বেশি। নারী বিশ্বকাপে এবার নতুন চ্যাম্পিয়ন দলের হাতে উঠবে রেকর্ড অর্থ। এবারের চ্যাম্পিয়ন দল পাবে ৪৪ লাখ ৮০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় ৫৪ কোটি ৩৪ লাখের বেশি। আর রানার্সআপ দল পাবে ২২.৪০ লাখ মার্কিন ডলার বা ২৭ কোটি টাকা। ২০২২ বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল ১৩.২০ লাখ বা ১৬ কোটি টাকা। রানার্সআপ ইংল্যান্ড পেয়েছিল ৬ লাখ ডলার বা ৭ কোটি টাকার বেশি। নারী বিশ্বকাপের গতকাল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে অংশ নিয়েছে স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকা। ভারত এর আগে দুইবার ফাইনাল খেলেও জিততে পারেনি। দক্ষিণ আফ্রিকার এটি প্রথম ফাইনাল। এই রিপোর্ট লেখার সময় ফাইনাল ম্যাচটি চলছিল। ভারত আগে ব্যাট করছিল। এবারের আসরে পুরস্কারের অর্থ তিন ভাগে ভাগ করা হয়েছে। অংশগ্রহণ, টুর্নামেন্টে অবস্থান, এবং জয়সংখ্যা অনুযায়ী অর্থ পাবে দলগুলো। এবারের চ্যাম্পিয়ন দল পাবে ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার (প্রায় ৫৫ কোটি টাকা) আর রানার্সআপ দল পাবে এর অর্ধেক, অর্থাৎ ২২ লাখ ৪০ হাজার ডলার। বাকি ৬ দলের কারা কত পাচ্ছে, সেই হিসাব এরই মধ্যে সম্পন্ন। অংশগ্রহণকারী অন্য ৬ দলের মধ্যে দুই সেমিফাইনালিস্ট ১১.২০ লাখ ডলার করে, পঞ্চম ও ষষ্ঠ স্থানে দুই দল ৭ লাখ ডলার করে আর সপ্তম ও অষ্টম স্থানে থাকা দুই দল ২ লাখ ৮০ হাজার ডলার করে পাচ্ছে।
বাংলাদেশ লিগ পর্বের খেলায় ৩ পয়েন্ট নিয়ে সপ্তম হয়েছে। অর্থাৎ টুর্নামেন্টে অবস্থানের দিক থেকে বাংলাদেশ পাচ্ছে ২.৮০ লাখ ডলার। বাংলাদেশ দল ৭ ম্যাচের মধ্যে জয় পেয়েছে একটিতেÑপাকিস্তানের বিপক্ষে। এখান থেকে জয় বাবদ ৩৪ হাজার ৩১৪ মার্কিন ডলার পেয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে এবারের নারী বিশ্বকাপ থেকে বাংলাদেশ অংশগ্রহণ বাবদ আড়াই লাখ, সপ্তম হিসেবে ২.৮০ লাখ এবং এক জয় বাবদ ৩৪৩১৪ ডলার মিলিয়ে মোট ৫ লাখ ৬৪ হাজার ৩১৪ ডলার পাচ্ছে, যা বর্তমান মুদ্রাবাজার অনুসারে (১ ডলার= ১২২.৩২ টাকা ধরে) বাংলাদেশি টাকায় ৬ কোটি ৯০ লাখ ২৭ হাজার টাকা।