ক্রিকেট
বাংলাদেশকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ডটা এখন ওমানের
বাংলাদেশকে টপকে ওয়ানডেতে নতুন রেকর্ড গড়েছে ওমান। আইসিসি বিশ্বকাপ লিগ টু-এর ওমান-নামিবিয়া ম্যাচ হয়তো খুব কম মানুষই আগ্রহ নিয়ে দেখেছেন।
Printed Edition
বাংলাদেশকে টপকে ওয়ানডেতে নতুন রেকর্ড গড়েছে ওমান। আইসিসি বিশ্বকাপ লিগ টু-এর ওমান-নামিবিয়া ম্যাচ হয়তো খুব কম মানুষই আগ্রহ নিয়ে দেখেছেন। কারণ, ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসির এই ইভেন্ট নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ এখন বেশি। চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আইসিসি ফেসবুকে পোস্ট করলেই সেটা দ্রুত ভাইরাল হচ্ছে। তবে ওমান-নামিবিয়া ম্যাচে যে রেকর্ড হয়েছে, তাতে ভেঙে গেছে বাংলাদেশের এক পুরোনো রেকর্ড। ওমানের আল আমেরাত গ্রাউন্ডে রোববার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নামিবিয়ার অধিনায়ক গারহার্ড এরাসমাস। তবে ওমানের ঘূর্ণিজাদুতে চোখে সর্ষেফুল দেখতে থাকা নামিবিয়া ৩৩.১ ওভারে ৯৬ রানে গুটিয়ে যায়। ওমানের বাঁহাতি স্পিনার শাকিল আহমেদ নিয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন আমির কালিম ও জয় ওদেদরা। সিদ্ধার্থ বুক্কাপতনম, সময় শ্রীবাস্তব নিয়েছেন ১ উইকেট। শাকিল, আমির, জয়, সিদ্ধার্থ, সময়Ñ ওমানের পাঁচ স্পিনার যেমন ১০ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন, তেমনি ইনিংসের পুরোটা সময় বোলিং করেছেন। ১৯৯ বল করে শুধু স্পিনার দিয়ে বোলিং করানোর ক্ষেত্রে ওয়ানডেতে বিশ্বরেকর্ড করে ফেলল মধ্যপ্রাচ্যের দলটি। এর আগে এই রেকর্ড ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ২০২৪ সালে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের পাঁচ স্পিনার মিলে বোলিং করেন ১৪৩ বল (২৩.৫ ওভার)।