বিতর্কের মাঝেই মাঠে গড়াল প্রথম বিভাগ ক্রিকেট লিগ। গতকাল থেকে শুরু হওয়া প্রথম বিভাগ ক্রিকেট লিগে ২০টির মধ্যে ৮টি ক্লাব অংশ নিচ্ছে না। তবে প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরু করল ধানমন্ডি স্পোর্টস ক্লাব এবং বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব। গতকাল মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবার কথা ছিল। এরমধ্যে দু’টি ম্যাচ ওয়াকওভার, একটি পরিত্যক্ত ও দু’টি ম্যাচ নিষ্পত্তি হয়। নারায়নগঞ্জের পিকেএসপির-২ মাঠে পারটেক্স স্পোর্টিং ক্লাব খেলতে না আসায় ওয়াকওভার পায় বারিধারা ড্যাজলার্স। বিকেএসপি-৩ মাঠে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি না আসায় ওয়াকওভার পায় ঢাকা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব। এছাড়া কলাবাগান ক্রীড়া চক্র এবং আম্বার স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচে কোন দল খেলতে না আসায় ম্যাচটি পরিত্যক্ত হয়। সিলিকন সিটি মাঠে ধানমন্ডি ৫৭ রানে হারায় লামাটিয়া ক্লাবকে। প্রথমে ব্যাট করে ওপেনার ইমরান হোসেনের ৬৯ রানের সুবাদে ৬ উইকেটে ২২৫ রান করে ধানমন্ডি। তানভীর হোসেন দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন। জবাবে ৪৭.৫ ওভারে ১৬৮ রানে অলআউট হয় লালামটিয়া ক্লাব। ধানমন্ডির হয়ে মহিউল ইসলাম পাটোয়ারী ৩৮ রানে ৩ উইকেট নেন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে ৮ উইকেটে জয় পায় বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করে ৩৭ ওভারে মাত্র ১১৪ রানে অলআউট হয় ওল্ড ডিওএইচএস। পুলিশের আসাদুল্লাহ গালিব ৩৮ রানে ৪ উইকেট শিকার করেন। রান তাড়া করতে নেমে ওপেনার মিম মোহাম্মদের অপরাজিত ৫৬ রানের সুবাদে ২১.৩ ওভারে জয়ের লক্ষ্য স্পর্শ করে বাংলাদেশ পুলিশ। এর আগে শনিবার ৮ ক্লাবের ক্রিকেটাররা সব দলকে নিয়ে লিগ আয়োজনের দাবিতে বিসিবিতে স্বারকলিপি দিয়েছিল। একই সময়ে উন্মোচন হচ্ছিল প্রথম বিভাগ লিগের ট্রফি। এর আগে বিসিবি কার্যালয়ের সামনে বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনও করেন তারা। গত মৌসুমে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে খেলা আসাদুজ্জামান প্রিন্স বলেন, ‘২০ দল নিয়ে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু করতে হবে। আর নয়তো ২০ দলের সকল ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করতে হবে।’ প্রিন্স আরও বলেন, ‘১২ দলের ভাইরা ভালো পেমেন্ট নিয়ে ক্রিকেটটা খেলতে পারবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ টাইটেলে, আর অন্য ভাইরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নাম দিয়ে ক্রিকেট খেলতে আসবে আর সেখানে পারিশ্রমিক হবে ৫০-৬০ হাজার টাকা। আমার মনে হয় এটা একটা বৈষম্য।’ ক্রিকেটারদের দাবিতে বিসিবি এখনও কোন সম্মতি দেয়নি বলে জানিয়েছেন প্রিন্স, ‘(বিসিবি) সভাপতি দেশের বাইরে। উনারা আমাদেরকে এখনই কথা দিতে পারছেন না যে আমাদের জন্য কী করবে বা আর্থিকভাবে কী ধরনের সমর্থন দিতে পারেন। উনারা নিজ দায়িত্বে বলতে চাচ্ছেন না।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বর্তমান কমিটির অধীনে সব ধরনের লিগ বয়কট করেছিল ঢাকার শীর্ষ ক্লাবগুলো।