এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচেই গতকাল শ্রীলংকার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। এই শ্রীলংকার কাছেই গ্রুপ পর্বে হেরে সুপার ফোরের পথটা কঠিন হয়েছিল টাইগারদের। তবে শ্রীলংকার কাছে আফগানিস্তান হেরে গেলে সুপার ফোর নিশ্চিত হয় বাংলাদেশের। আর সুপার ফোরের প্রথম ম্যাচেই আবার মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা। তবে শ্রীলংকার বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। আর আগে ব্যাট করার সুযোগ পেয়ে ব্যাটিংয়ের শুরুটা ভালোই করে লংকানরা। দুই ওপেনার পাথুম নিশাঙ্কা আর কুশল মেন্ডিস মিলে দলের শুরুটা ভালোই এনে দেন। টাইগার বোলাররাও কম যাননি। ৬০ রানে বাংলাদেশ তুলে নেয় দুই উইকেট। দলীয় ৪৪ রানে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন তাসকিন আহমেদ। ওপেনার পাথুম নিশাঙ্কাকে ২২ রানে সাইফ-এর ক্যাচ বানান তাসকিন। দলীয় ৫৮ রানে বাংলাদেশ নেয় দ্বিতীয় উইকেট। এবার মেহেদী হাসান ৩৪ রানে ফিরান কুশল মেন্ডিসকে। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলংকা ৮ ওভারে ২ উইকেটে ৬০ রান নিয়ে ব্যাট করছিল। এশিয়া কাপের গ্রুপপর্বের তিন ম্যাচে ২ জয় ও ১ হারের পরও সুপার ফোর নিশ্চিত ছিল না বাংলাদেশের। শেষ পর্যন্ত শ্রীলংকার কাছে আফগানিস্তান হারায় সুপার ফোরে উঠেছে টাইগাররা। আজ সেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই সুপার ফোরের মিশন শুরু করছে লিটন দাসের দল। শ্রীলংকার বিপক্ষে সুপার ফোরের এই ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই বোলিং শক্তি বাড়ানোর চিন্তা করেছে টাইগাররা। যে কারণে নুরুল হাসান সোহানকে বাদ দিয়ে পঞ্চম বোলার হিসেবে শেখ মেহেদীকে দলে নেয়া হলো। তবে, সবাইকে অবাক করেছে অন্য একটি সিদ্ধান্ত। লেগ স্পিনার রিশাদ হোসেনকে একাদশ থেকে বাদ দেয়া হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত খেলেছিলেন রিশাদ। দুটি উইকেট নেয়ার পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিংও করেছিলেন। সেই রিশাদকে বাদ দিয়ে পেস শক্তি বাড়ানো হয়েছে বাঁ-হাতি শরিফুল ইসলামকে দলে নিয়ে। তবে শ্রীলংকা একাদশে কোনও পরিবর্তন আনেনি। আফগানিস্তান ম্যাচের একাদশ নিয়েই খেলছে। গত দুই মাসে চারবার শ্রীলংকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তাই লঙ্কানদের সর্ম্পকে ভালো ধারণা আছে টাইগারদের। মাত্র দুই মাস আগে শ্রীলংকার মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। কিন্তু এবারের আসরে গ্রুপ পর্বে এই শ্রীলংকার কাছেই ৬ উইকেটে হেরেছিল লিটন দাসের দল। সুপার ফোরে এই ম্যাচের আগে কিছুটা বিশ্রামের সুযোগ পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর চার দিন বিশ্রাম পায় টাইগাররা।

বাংলাদেশ একাদশ

তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশ

পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আশালঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, দুষ্মন্তে চামিরা, নুয়ান থুসারা।