DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

ক্রিকেট

আফগানিস্তানের নারী ক্রিকেট ইস্যুতে চাপের মুখে আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের (এসিবি) বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ কড়া ভাষায আইসিসিকে আফগানিস্তানের

Printed Edition
Default Image - DS

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের (এসিবি) বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ কড়া ভাষায আইসিসিকে আফগানিস্তানের সদস্যপদ স্থগিত করার আহ্বান জানিয়েছে, কারণ তালেবান শাসনের অধীনে নারীদের ক্রিকেট খেলার অনুমতি নেই। শুক্রবার আইসিসির সচিব জয শাহের কাছে পাঠানো এক চিঠিতে হিউম্যান রাইটস ওয়াচ কড়া অবস্থান নেয়। আমরা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আহ্বান জানাচ্ছি যে, তালেবান শাসিত আফগানিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বরখাস্ত করা হোক যতক্ষণ না পর্যন্ত নারীরা পুনরায় শিক্ষা ও খেলাধুলার সুযোগ পায়।’ হিউম্যান রাইটস ওয়াচ আইসিসির জন্য জাতিসংঘের মানবাধিকার নীতিমালার ভিত্তিতে একটি আনুষ্ঠানিক নীতি প্রণয়নেরও দাবি জানিয়েছে। এই দাবির সময়টাও তাৎপর্যপূর্ণ, কারণ এটি এসেছে দুবাইয়ে চ্যাম্পিযন্স ট্রফির ফাইনালের ঠিক আগে। হিউম্যান রাইটস ওযাচ-এর গ্লোবাল ইনিশিয়েটিভস ডিরেক্টর মিনকি ওয়ার্ডেন মনে করিয়ে দিয়েছেন, লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার পর তালেবানের এই নিষেধাজ্ঞা অলিম্পিক চার্টারের স্পষ্ট লঙ্ঘন। ‘অলিম্পিক চার্টার অনুযায়ী, 'খেলাধুলার সুযোগ পাওযা প্রতিটি মানুষের অধিকার।' কিন্তু তালেবান নারীদের খেলাধুলা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করেছে, যা অলিম্পিক নীতির পরিপন্থি। এই পরিস্থিতিতে আইসিসির উচিত নারীদের প্রতি বৈষম্য দূর করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।