ঈদের আগেই বাসায় ফিরতে পারবেন ওপেনার তামিম ইকবাল। এমনটাই জানিয়েছেন এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। তামিম ইকবাল এখন আছেন ঢাকার এভারকেয়ার হাসপাতালে। হার্ট অ্যাটাকের ধকল কাটিয়ে একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন তিনি।
সাংবাদিক ব্রিফিংয়ে এভারকেয়ার হাসপাতালের মেডিক্যাল সার্ভিসেস ডিরেক্টর আরিফ মাহমুদ জানান, তামিম এখন অনেকটাই সুস্থ। তিনি বলেছেন, ‘তামিম ভালো আছেন, স্বাভাবিক খাবার খাচ্ছেন। তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে। সেখানেই এক-দু’দিন পর্যবেক্ষণে রাখা হবে। আশা করা যাচ্ছে ঈদের আগেই তিনি বাসায় ফিরতে পারবেন।’ শঙ্কা কাটলেও পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরতে এখনও সময় লাগবে তামিমের। একদিন আগে তামিমের চাচা আকরাম খান গণমাধ্যমকে বলেছেন তামিমকে দেশের বাইরে নেয়ার চিন্তা আছে তাদের, ‘আগামী দু-তিন দিন যদি অবস্থা স্থিতিশীল থাকে, তাহলে তাকে বাসায় নেওয়া হবে। পাশাপাশি পরবর্তী পর্যায়ে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেয়ার পরিকল্পনাও আছে।’
বাংলাদেশ ক্রিকেটের এই তারকা ব্যাটসম্যানের দ্রুত আরোগ্য কামনা করছেন তার ভক্ত-সমর্থকরা। তবে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরলেও তাকে দীর্ঘমেয়াদে ফিটনেস ও জীবনযাপনে পরিবর্তন আনতে হবে বলে মত চিকিৎসকদের। তামিমের মানসিক অবস্থার জন্য একজন মনোবিদ নিয়োগ দেয়া হয়েছে। তারা তামিমের মানসিক অবস্থার জন্য কাউন্সিলিং করবেন। কিভাবে মানিয়ে নেয়া যায় সবকিছু সেসব দিক নির্দেশনা দেবেন তিনি।