জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডের খেলা চলাকালীন এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে বরিশাল বিভাগের মধ্যকার ম্যাচের তৃতীয় দিনের খেলা চলাকালে মাঠেই অসুস্থ হয়ে পড়েন দলটির ফিটনেস ট্রেনার হাসান আহমেদ। হাসপাতালে নেয়ার পর শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন ফিজিও হাসান আহমেদ। দ্রুত তাকে অ্যাম্বুলেন্স যোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি হলে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়।