DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দল

ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান পারেনি, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেয়েছে নাকানিচুবানি। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। সফরে পূর্ণ শক্তির দল নিয়ে গেলেও পাকিস্তানকে গোনায় ধরেনি কিউইরা।

স্পোর্টস রিপোর্টার
Printed Edition
Default Image - DS

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান পারেনি, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেয়েছে নাকানিচুবানি। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। সফরে পূর্ণ শক্তির দল নিয়ে গেলেও পাকিস্তানকে গোনায় ধরেনি কিউইরা। ঘরের মাঠে সিরিজ সামনে রেখে দ্বিতীয় সারির দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। যেখানে কিউইদের দলে থাকছে না সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা মূল দলের অনেকেই। মিচেল স্যান্টনারের পরিবর্তে নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। শুধু স্যান্টনারই নয়, পাকিস্তান সিরিজের পরিবর্তে আইপিএলকে বেছে নিয়েছেন লোকি ফার্গুসন, রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপসরা। তবে চোট কাটিয়ে এই সিরিজে ফিরেছেন ফিন অ্যালেন। জিমি নিশাম এবং টিম সেইফর্ট, কাইল জেমিসন ও উইল ও'রুর্ককে সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য দলে রাখা হয়েছে। পেসার ম্যাট হেনরি থাকবেন শেষ দুই ম্যাচের জন্য। এবারের আইপিএল শুরু ২২ মার্চ। এর ৬ দিন আগে ১৬ মার্চ শুরু হবে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যা শেষ হবে ২৬ মার্চ। তাই খেলোয়াড় বাছাইয়ে তরুণদের দিকেই বেশি ঝুঁকেছে কিউইদের বোর্ড।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস (শেষ দুই ম্যাচ), মিচেল হে, ম্যাট হেনরি (শেষ দুই ম্যাচ), কাইল জেমিসন (প্রথম তিন ম্যাচ), ড্যারিল মিচেল, জেমস নিশাম, উইল ও’রোক (প্রথম তিন ম্যাচ), টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সাইফার্ট, ইশ সোধি।