পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ আগেই টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। আজ সিরিজেরে শেষ ম্যাচ। আজ হারলেই হোয়াইটওয়াশ হবে টাইগাররা। তবে আজ শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামবে বাংলাদেশ। শেষ ম্যাচে একটি জয় নিয়ে দেশে ফিরতে চায় টাইগাররা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। পাকিস্তান সফরে এবার হার দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশ হারে ৩৭ রানে। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে চেয়েছিল টাইগাররা। কিন্তু দ্বিতীয় ম্যাচে আরো বেশি খারাপ করে বাংলাদেশ দল। এই ম্যাচে বাংলাদেশ হারে ৫৭ রানে। ফলে এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে সিরিজ জিতে স্বাগতিক পাকিস্তান। প্রথম দুই ম্যাচে পরাজয়ের মাধ্যমে টি-টোয়েন্টিতে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ ৫টি ম্যাচের সবকটিতেই হারের স্বাদ পেল। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ২১ ম্যাচের ১৮টিতেই পরাজিত হয়েছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে ৩৭ রানে পরাজয়ের পর তিন ম্যাচের সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু সেই ম্যাচেও হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ২০১ রান করে পাকিস্তান। জবাবে ১৯ ওভারে ১৪৪ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। আর পাকিস্তান জয় পায় ৫৭ রানে। পাকিস্তানের বিশাল রানের জবাবে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৪৪ রান করে বাংলাদেশ। এরপর ইমন আউট হয়ে যাওয়ার পর (৭ বলে ৮) ব্যাটিংয়ে ধস নামে সফরকারীদের। দ্রুত উইকেট থেকে বিদায় নেন তানজিদ হাসান তামিম (১৯ বলে ৩৩), লিটন দাস (৯ বলে ৬), তাওহীদ হৃদয় ((৫ বলে ৫), জাকির আলী অনিক (১ বলে ০) ও শামীম হোসেন (৯ বলে ৭)। অষ্টম উইকেটে মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসান সাকিব ২৫ বলে ৩৩ রানের জুটি গড়েন। এই জুটিতে দলীয় সংগ্রহ ১০০ পার করে বাংলাদেশ। এরপর নবম উইকেটে ২৯ বলে ৩৪ রানের জুটি গড়েন হাছান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। অবশেষে এক ওভার বাকি থাকতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ফলে সিরিজ হারে টাইগাররা। প্রথম দুই টি-টোয়েন্টি হেরে সিরিজ হোয়াইটওয়াশ এড়ানোই এখন বাংলাদেশের একমাত্র লক্ষ্য। তবে সেই কঠিন চ্যালেঞ্জের ম্যাচে দলে থাকছেন না বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। দ্বিতীয় ম্যাচে বল করার সময় চোট পেয়েছেন তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং করতে গিয়ে কুঁচকিতে টান অনুভব করেন। কিছুক্ষণ বিরতি দিয়ে আবার বল হাতে নিলেও তখনই বুঝতে পারেন, আর বোলিং চালিয়ে যাওয়া সম্ভব নয়। মাত্র তিন বল করেই মাঠ ছাড়েন ফিজিওর সহায়তায়। লাহোরেই শরিফুলের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এখনও রিপোর্ট হাতে না পেলেও প্রাথমিকভাবে চোটের মাত্রা বিবেচনায় তাকে আর মাঠে নামানো সম্ভব নয় বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ, পাকিস্তান সফরে আর মাঠে নামা হচ্ছে না এই পেসারের। শরিফুলের চোট কতোটা গুরুতর, সেটা নির্ভর করবে মেডিকেল রিপোর্টের উপর। তবে দল ইতোমধ্যেই সতর্ক অবস্থানে রয়েছে, কারণ আগামী মাসেই রয়েছে শ্রীলঙ্কা সফর। চোট দীর্ঘমেয়াদী হলে সেই সফরেও অনিশ্চিত হয়ে পড়তে পারেন শরিফুল। সিরিজ হারলেও লিটন দাস এখনই হাল ছাড়তে রাজি নন। তার আশা, শেষ ম্যাচে আজ ঘুরে দাঁড়াতে পারবে টাইগাররা। দ্বিতীয় টি-টোয়েন্টির পর বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের আরও একটি সুযোগ আছে। এই মুহূর্তে আমাদের একসঙ্গে বসে আলাপ করতে হবে কীভাবে আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারি। কারণ এটি পুরোপুরি মানসিকতার ব্যাপার।’
ক্রিকেট
শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াতে চায় বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ আগেই টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। আজ সিরিজেরে শেষ ম্যাচ। আজ হারলেই হোয়াইটওয়াশ হবে টাইগাররা।