তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি সিরিজ খেলতে এ বছর বাংলাদেশে আসার কথা ছিল ভারতীয় জাতীয় ক্রিকেট দলের। তবে মাস দুয়েক আগে থেকে গুঞ্জন ছিল আগস্টে বাংলাদেশ সফর করবে না ভারত। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। এ বছর আর সিরিজটি হচ্ছে না।
এ বছরের মতো ভারত জাতীয় দলের বাংলাদেশ সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করবে ভারত।
আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
মূলত দুই বোর্ডের পারস্পরিক আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে সফরের বিস্তারিত সময় সূচি জানানো হবে।
গেল এপ্রিলে প্রকাশিত সূচি অনুযায়ী ১৩ আগস্ট ঢাকায় আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। এরপর ১৭ তারিখ মিরপুর শের-ই-বাংলার মাঠে প্রথম ওয়ানডেতে নামার কথা ছিল দুই দলের।