আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ আইপিএলের মিনি নিলাম। প্রায় ৩৫০ জন ক্রিকেটারের মধ্য থেকে ৭৭টি শূন্যস্থান পূরণের এই লড়াইয়ে অর্থের চমক ছিল চোখে পড়ার মতো। নিলামে ইতিহাস গড়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। রেকর্ড ২৫ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এছাড়া লঙ্কান পেসার মাথিশা পাথিরানা (১৮ কোটি রুপি) এবং বাংলাদেশি স্টার মুস্তাফিজুর রহমানকে (৯ কোটি ২০ লাখ রুপি) নিয়েও বাজিমাত করেছে কলকাতা। অন্যদিকে, দুই আনক্যাপড তরুণ প্রশান্ত ভীর ও কার্তিক শর্মাকে ১৪ কোটি ২০ লাখ রুপি করে খরচ করে দলে নিয়ে বড় চমক দিয়েছে চেন্নাই সুপার কিংস।

এক নজরে ১০ দলের চূড়ান্ত স্কোয়াড:

কলকাতা নাইট রাইডার্স : ক্যামেরন গ্রিন, মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, রিঙ্কু সিং, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, হার্ষিত রানা, রাহুল ত্রিপাঠি, আজিঙ্কা রাহানে, মণীশ পান্ডে, উমরান মালিক, রভম্যান পাওয়েল, ফিন অ্যালেন, রচিন রবীন্দ্র, আকাশ দীপ, বৈভব অরোরা, অনুকুল রায়, রমনদীপ সিং, অংকৃষ রঘুবংশী, তেজস্বি সিং, কার্তিক তিয়াগি, প্রশান্ত সোলাঙ্কি, টিম সেইফার্ট, সার্থক রঞ্জন, ডাকশ কামরা।

চেন্নাই সুপার কিংস : মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), সাঞ্জু স্যামসন, প্রশান্ত ভীর, কার্তিক শর্মা, শিভম দুবে, ডেওয়াল্ড ব্রেভিস, নূর আহমেদ, খলিল আহমেদ, নাথান এলিস, আকিল হোসেইন, শ্রেয়াস গোপাল, মুকেশ চৌধুরী, আয়ুষ মাত্রে, উর্ভিল প্যাটেল, জেমি ওভারটন, রামকৃষ্ণ ঘোষ, আনশুল কাম্বোজ, গুরজাপনিত সিং, ম্যাথু শর্ট, আমান খান, সরফরাজ খান, ম্যাট হেনরি, রাহুল চাহার, জ্যাক ফোলকস।

মুম্বাই ইন্ডিয়ান্স : রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ট্রেন্ট বোল্ট, কুইন্টন ডি কক, উইল জ্যাকস, মিচেল স্যান্টনার, শার্দুল ঠাকুর, দীপক চাহার, রায়ান রিকেলটন, রবিন মিনজ, রাজ বাওয়া, রঘু শর্মা, কর্বিন বশ, নামান ধীর, মোহাম্মদ গফানজার, অশ্বিনী কুমার, শেরফানে রাদারফোর্ড, মায়াঙ্ক মারকান্দে, ড্যানিশ মালওয়ার, মোহাম্মদ ইজহার, অথর্ভ আনকোলকার, মায়াঙ্ক রাওয়াত।

লখনউ সুপার জায়ান্টস : ঋষভ পন্ত (অধিনায়ক), নিকোলাস পুরান, মোহাম্মদ শামি, ওয়ানিন্দু হাসারাঙ্গা, এনরিখ নরকিয়া, মিচেল মার্শ, এইডেন মার্করাম, মায়াঙ্ক যাদব, আভেষ খান, মহসিন খান, আব্দুল সামাদ, আয়ুষ বাদোনি, ম্যাথু ব্রিটজকে, হিম্মত সিং, শাহবাজ আহমেদ, আর্শিন কুলকার্নি, মানিমারাণ সিদ্ধার্থ, দিগ্বেশ রাঠি, প্রিন্স যাদব, আকাশ সিং, অর্জুন টেন্ডুলকার, মুকুল চৌধুরী, নামান তিওয়ারি, আক্সাত রঘুবংশী, জশ ইংলিস।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : বিরাট কোহলি, রজত পাতিদার (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, ফিল সল্ট, জিতেশ শর্মা, ক্রুনাল পান্ডিয়া, ভেঙ্কটেশ আইয়ার, দেবদূত পাডিকাল, স্বপ্নিল সিং, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, জ্যাকব বেথেল, ইয়াশ দয়াল, নুয়ান থুশারা, রাসিখ সালাম, অভিনন্দন সিং, সুয়াশ শর্মা, জ্যাকব ডাফি, সাত্বিক দেশওয়াল, মঙ্গেশ যাদব, জর্ডান কক্স, ভিকি অস্টওয়াল, ভিহান মালহোত্রা, কানিশ্ক চৌহান।

সানরাইজার্স হায়দরাবাদ : প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, হেনরিখ ক্লাসেন, ইশান কিশান, লিয়াম লিভিংস্টোন, হার্শাল প্যাটেল, অভিষেক শর্মা, নিতিশ কুমার রেড্ডি, কামিন্দু মেন্ডিস, জয়দেব উনাদকাট, শিবম মাভি, অনিকেত ভার্মা, আর. স্মারান, হার্শ দুবে, ব্রাইডন কার্স, ইশান মালিঙ্গা, জিসান আনসারি, শিবাং কুমার, সালিল অরোরা, সাকিব হুসাইন, ওঙ্কর তরমালে, অমিত কুমার, প্রফুল হিঞ্জে, ক্রেইন্স ফুলোত্রা, জ্যাক এডওয়ার্ডস।

রাজস্থান রয়্যালস : রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল, সাঞ্জু স্যামসন (নিলামের আগে রিটেইন করা হয়েছিল, তালিকায় পরিবর্তন সাপেক্ষে), জফরা আর্চার, স্যাম কারান, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, সন্দীপ শর্মা, জশ রাজ পাঞ্জা, তুষার দেশপান্ডে, কিউনা মাফাকা, নান্দ্রে বার্গার, রবি বিষ্ণই, সুশান্ত মিশ্র, ডোনোভান ফেরেইরা, শুভম ডুবে, বৈভব সূর্যবংশী, লুয়ান-ড্রে প্রেটোরিয়াস, যুধীর সিং চারক, ভিগনেশ পুথুর, রবি সিং, আমান রাও, ব্রিজেশ শর্মা, অ্যাডাম মিলনে, কুলদীপ সেন।

দিল্লি ক্যাপিটালস : লোকেশ রাহুল, মিচেল স্টার্ক, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, নীতীশ রানা, পৃথ্বী শ, টি নাটরাজন, খলিল আহমেদ, অভিষেক পোড়েল, অজয় মন্ডল, অশুতোষ শর্মা, দুশমান্থ চামিরা, করুণ নায়ার, মাধব তিওয়ারি, সামীর রিজভি, ত্রিপুরানা বিজয়, ভিপরাজ নিগাম, বেন ডাকেট, আকিব নবি, পাথুম নিশাঙ্কা, লুঙ্গি এনগিদি, সাহিল পারাখ, কাইল জেমিসন।

পাঞ্জাব কিংস : শ্রেয়াস আইয়ার, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, মার্কাস স্টইনিস, মার্কো জানসেন, আজমাতউল্লাহ ওমরজাই, লকি ফার্গুসন, প্রাভসিমরান সিং, শশাঙ্ক সিং, নেহাল ওয়াধহেরা, হারপ্রীত ব্রার, মুশির খান, প্রিয়াংশ আরিয়া, পায়ালা অবিনাশ, হর্ণুর পান্নু, সুর্যাংশ শেডজ, মিচেল ওয়েন, জেভিয়ার বার্টলেট, ভইশাখ বিজয়কুমার, ইয়াশ ঠাকুর, বিষ্ণু বিনোদ, কুপার কনলি, বেন ডওয়ারশুইস, প্রভিন দুবে, বিশাল নিশাদ।

গুজরাট টাইটান্স : শুভমান গিল (অধিনায়ক), রশিদ খান, জস বাটলার, মোহাম্মদ সিরাজ, কাগিসো রাবাদা, ওয়াশিংটন সুন্দর, সাই সুদর্শন, শাহরুখ খান, রাহুল তেওয়াতিয়া, গ্লেন ফিলিপস, প্রাসিধ কৃষ্ণা, ইশান্ত শর্মা, সাই কিশোর, কুমার কুশর্গ, অনুজ রাওয়াত, নিশান্ত সিন্ধু, অরশাদ খান, গুরনূর সিং ব্রার, মানব সুতার, জয়ন্ত যাদব, অশোক শর্মা, জেসন হোল্ডার, টম বেন্টন, পৃথ্বী রাজ ইয়ারা, লুক উড।