বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ২৭তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) চার দিনের ম্যাচ তিন দিনেই জিতে নিলো রংপুর। ম্যাচের ৩য় দিনে গতকাল সোমবার বরিশালের বিপক্ষে ৮ উইকেটের বিশার জয় পায় নাসির হোসেনের দল। আগের দিনের ৭ উইকেটে ৯০ রান নিয়ে খেলতে নেমে গতকাল সোমবার বাকি ৩ উইকেট হারিয়ে বরিশাল সংগ্রহ করে ১৪১ রান। ফলে রংপুরের সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ১৩৫ রান। সহজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার মীম মোসাদ্দেকের ৯৩ বলে ৮০ এবং মিডল অর্ডারে নবিন ইসলামের ৫৪ বলে অপরাজিত ৪২ রানে ভর করে ৩০ ওভার ২ বলে ৮ উইকেট হাতে রেখেই জয়ের দেখা পায় রংপুর। বিজয়ী রংপুরের পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। এটি এবারের লিগে ৪ ম্যাচের ৩টি ম্যাচ ড্র হয়। এটাই প্রথম জয় রংপুরের। এই জয়ের ফলে ৭ পয়েণ্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো রংপুর। ম্যাচ শেষে প্লেয়ার অব দ্য ম্যাচ ট্রফি বিতরণ করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। এসময় ম্যাচ রেফারি সাইয়্যেদ আসিফ হোসাইন দিদার উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত স্কোর

বরিশাল ১ম ইনিংস: ১৯৬, (ফজলে রাব্বী ৮০, ইমন ২৭, অনিক ২৩, রবিউল ২৫/৫, মুকিদ ৪৬/৩)

রংপুর ১ম ইনিংস: ২০২/২ (নাসির ৩৭, মীম ৩৭, তানভীর ৩০, নবিন ২৬, নাঈম ২১, মিশু ৫৮/৩, রুলে ৪৯/৩, তানভীর ৩৪/৩)

বরিশাল ২য় ইনিংস: ১৪১ (তাজামুল ৩৪, তানভীর ১৯, রিশাদ ২৬/৩, মুগ্ধ ৫৩/৫)

রংপুর ২য় ইনিংস: ১৪১/২ (মীম ৮০, নবিন ৪২*)

প্লেয়ার অব দ্য ম্যাচ : মুকিদুল ইসলাম মুগ্ধ