দ্বিতীয় দিনের সকালেই অলআউট হয়ে গেল আয়ারল্যান্ড। প্রথম দিন ৮ উইকেটে ২৭০ রান নিয়ে দিন শেষ করা আইরিশরা দ্বিতীয় দিন যোগ করতে পেরেছে মাত্র ১৬ রান। সবমিলিয়ে ২৮৬ রানে গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস। আয়ারল্যান্ডের শেষ দুটি উইকেট তুলে নেন বাংলাদেশের দুই বোলার-হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনটা ভালোভাবেই কাটিয়েছিল আইরিশরা। তবে ৩০০ রানের আগেই তাদের থামাতে পেরে নিজেদের সফল বলেছিল বাংলাদেশ শিবির। দিন শেষে সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ জানিয়েছিলেন, দ্বিতীয় দিনের সকালে দ্রুত শেষ দুই উইকেট তুলে নেওয়াই তাদের লক্ষ্য-সেই লক্ষ্য পূরণও হলো ঠিকঠাকভাবেই।
দিনের শুরুতেই সাফল্য এনে দেন স্পিনার তাইজুল ইসলাম। ম্যাথিউ হ্যামফ্রিসকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ফেরান তিনি; কোনো রান না করেই ফিরতে হয় আইরিশ ব্যাটারকে। এরপর শেষ ব্যাটার হিসেবে বিদায় নেন ব্যারি ম্যাকার্থি, ৬৪ বলে ৩১ রান করে হাসান মাহমুদের শিকার হন তিনি।
আইরিশদের ইনিংসে দুই ব্যাটার-পল স্টার্লিং ও ক্যাড কারমাইকেল-ফিফটি পূরণ করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মেহেদি হাসান মিরাজ, তিনি ৫০ রানে নিয়েছেন তিনটি উইকেট।