পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৩৭ রানে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে টাইগাররা। পাকিস্তানের দেয়া ২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতার কারণে ১৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। শুরুতে দুই উইকেট হারালেও অধিনায়ক লিটন কুমার দাস ৩০ বলে ৪৮ রানের লড়াকু ইনিংস খেলে দলকে কিছুটা সামাল দেন। হারের কারণ হিসেবে তিন বিভাগেই (ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং) খারাপ করার কথা বলেছেন অধিনায়ক লিটন দাস। সবগুলো বিভাগে বাংলাদেশকে উন্নতি করতে হবে বলে মনে করেন এই অধিনায়ক। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেলেও এখনো ভালো কিছু করার সুযোগ দেখছেন লিটন। তিনি মনে করেন, দুটি ম্যাচ বাকি আছে। সেগুলোতে ভালো করতে পারলে সিরিজ জয় করা সম্ভব। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে লিটন বলেন, ‘পুরো ম্যাচ জুড়েই আমরা ভালো বল করতে পারিনি, ভালো ব্যাটিং করিনি, আর ফিল্ডিংও ভালো করিনি। আমাদের এখনও দুটি ম্যাচ বাকি আছে। শুধু বোলিং বা ব্যাটিং নয়, ফিল্ডিংয়েও ভালো করতে হবে। প্রথম ম্যাচে ফিল্ডিং খুব গুরুত্বপূর্ণ, আর আমরা এই মুহূর্তে সেটা ভালোভাবে করতে পারিনি।’ এই মাঠে রান তাড়া করা সম্ভব ছিল বলে মনে করেন টাইগার অধিনায়ক। তার ভাষায়, এই মাঠে ২০০ রান তাড়া করা যেত। উইকেট ব্যাটিং সহায়ক ছিল, মাঠও দ্রুত গতির। আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। এখন ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও উন্নতি করতে হবে। দলের তরুণ ক্রিকেটারদের প্রতি আস্থা রেখে লিটন বলেন, জাকের আলী (অনিক) গত এক বছর ধরে ভালো করছে। গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে। তবে একজন ম্যাচ জেতাতে পারে না, সবাইকেই অবদান রাখতে হবে। ক্রিকেট কেবল অনুশীলনের বিষয় নয়, মানসিক প্রস্তুতিরও ব্যাপার। সিরিজ শুরু হওয়ার আগে লিটন দাস বলেছিলেন, বিশ্বের যেকোনো দলকেই হারাতে পারে বাংলাদেশ। যদিও মাঠে কথার প্রতিফলন দেখাতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। পাকিস্তানের কাছে হেরেই সিরিজ শুরু করতে হয়েছে বাংলাদেশকে। শেষ দিকে মানসিকতার বিষয়টাও তুলে আনেন লিটন। বাংলাদেশি অধিনায়ক বলেন, ‘অনুশীলন নয়, এটা মানসিকতার ব্যাপার। শুধু স্কিল থাকলেই হবে না। মাথায় রাখতে হবে কীভাবে ক্রিকেট খেলতে হয়, মাঠে সেই চিন্তার বাস্তবায়ন করতে হবে।’ আজ রাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে আবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।
ক্রিকেট
আমরা বোলিং ব্যাটিং ফিল্ডিং কোনোটিতেই ভালো করিনি----অধিনায়ক লিটন
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ।
Printed Edition
