ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু দ্বিতীয় ম্যাচে টাই হওয়ার পর সুপার ওভারে জিতে সিরিজে ১-১ সমতায় আনে সফরকারী ওয়েষ্ট ইন্ডিজ। ফলে আজ শেষ ম্যাচটি জিতে সিরিজ জয়ের সুযোগ দুই দলের সামনেই। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। শেষ ম্যাচ জিতেই সিরিজ জয় করতে চায় বাংলাদেশ। দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস এবং নাগরিক টিভি। রিশাদ হোসেনের বোলিং নৈপুন্যে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে হারে টাইগাররা। ফলে শেষ ম্যাচটি হয়ে যায় অঘোষিত ফাইনাল। দু-দলের সামনে সুযোগ আসে সিরিজ জয়ের। ওয়ানডে পরিসংখ্যানে অবশ্য মুখোমুখি লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখনও পিছিয়ে আছে বাংলাদেশ। ৪৯ ম্যাচের মধ্যে মাত্র ২২টিতে জিতেছে টাইগাররা। হেরেছে ২৫টিতে। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হয়। প্রথম ম্যাচের পর হঠাৎ করেই দলে স্পিন শক্তি বাড়িয়েছে বাংলাদেশ। বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদকে দলে যুক্ত করেছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচের আগে স্পিন শক্তি বাড়িয়ে ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজও। আজ শেষ ম্যাচে দু-দলই চাইবে স্পিন শক্তিতে প্রতিপক্ষকে ঘায়েল করে সিরিজ নিজেদের করে নিতে।

বাংলাদেশ ওয়ানডে দল : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক) , তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম হাসান ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ দল : শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রান্ডন কিং, গুদাকেশ মোতি, খারি পাইরি, শেরফেন রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।