আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে শেষ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ। গঠনতন্ত্র অনুযায়ী অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে হওয়ার কথা রয়েছে বিসিবির নির্বাচন। গত মে মাসের শেষ দিকে বিসিবি সভাপতির দায়িত্ব নেয়া আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন, স্বল্প সময়ে থাকার কথা। তবে আসন্ন বিসিবির নির্বাচন করবেন কি না এ নিয়ে রয়েছে প্রশ্ন। ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুলবুল। সেখানেই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন করা নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমি তো বলেছি আমি কখনো নির্বাচন করব না। আমি কীভাবে নির্বাচন করব? নির্বাচন করতে যে রসদগুলো লাগে সেটা আমার নেই। এরপর বুলবুল বলেন, ‘আমি ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (এনএসসি) থেকে এসেছি। তারা যদি আমাকে কন্টিনিউ করে, থাকব, চেষ্টা করব।’ পরবর্তীতে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসা প্রসঙ্গে বুলবুল বলেন, ‘বিভ্রান্তি আছে অনেক। টি-টোয়েন্টি ক্রিকেট তো ১২০ বলে খেলতে হয়। সেটাতো তো দুই ওভারে শেষ হয়ে যায় না। সবকিছু নির্ভর করবে পরিস্থিতির ওপর।’ যদিও গুঞ্জন আছে নির্বাচন না দিয়ে অ্যাডহক কমিটি করে ক্রিকেটীয় কার্যক্রম চালিয়ে নেয়া হতে পারে। এমন খবরে বিসিবির নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ঢাকার ক্লাব সংগঠকরা। যার প্রতিবাদ করতেই রোববার মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে করেছে ঢাকার ৭৬ ক্লাবের সংগঠন ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন।’ তবে দৃঢ়তা কণ্ঠে বুলবুল জানিয়েছেন, সঠিক সময়ে নির্বাচন হবে বলে আশাবাদী তিনি।
ক্রিকেট
নির্বাচন করা প্রসঙ্গে যা বললেন বিসিবি সভাপতি বুলবুল
আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে শেষ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ। গঠনতন্ত্র অনুযায়ী অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে হওয়ার কথা রয়েছে বিসিবির নির্বাচন। গত মে মাসের শেষ দিকে