আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএএন)। ২০ দলের এই টুর্নামেন্টে উদীয়মান এশীয় দল নেপালকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটিং অলরাউন্ডার রোহিত পাউডেল। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন আরেক অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরি। নেপালের স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন সন্দীপ লামিচানে। তার সঙ্গে থাকবেন বাঁহাতি স্পিনার ললিত রাজবংশী। এছাড়া এই বিভাগে অতিরিক্ত বিকল্প হিসেবে থাকবেন দীপেন্দ্র সিং আইরি ও বাসির আহমেদ। এই দলে অলরাউন্ডারের আধিক্য রয়েছে। অধিনায়ক পাউডেল ও তার সহকারী আইরির সঙ্গে অলরাউন্ডার হিসেবে রয়েছেন গুলশন ঝা, আরিফ শেখ ও সোমপাল কামি। বিশ্বকাপের জন্য নেপালের ব্যাটিং বিভাগে ওপেনিংয়ে থাকবেন কুশল ভুর্তেল। এছাড়া আসিফ শেখ, লোকেশ বাম, সন্দীপ জোরা ও নন্দন যাদব শীর্ষ ছয়ের বাইরেও ব্যাটিংয়ে বাড়তি অনুপ্রেরণা যোগাবেন। পেস বোলিং আক্রমণে যৌথভাবে নেতৃত্ব দেবেন সোমপাল কামি ও করন কেসি। তাদের সহায়তা করবেন নন্দন যাদব ও শের মাল্লা। গ্রুপ ‘সি’-তে নেপাল তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা শুরু করবে ৮ ফেব্রুয়ারি।
নেপাল দল : রোহিত পাউডেল (অধিনায়ক), দীপেন্দ্র সিং আইরি, সন্দীপ লামিচানে, কুশল ভুর্তেল, আসিফ শেখ, সন্দীপ জোরা, আরিফ শেখ, বাসির আহমেদ, সোমপাল কামি, করন কেসি, নন্দন যাদব, গুলশন ঝা, ললিত রাজবংশী, শের মাল্লা ও লোকেশ বাম।
আজকের খেলা
বিপিএল
নোয়াখালী এক্সপ্রেস-রাজশাহী ওয়ারিয়ার্স ১টা
সিলেট টাইটানস-ঢাকা ক্যাপিটালস ৬টা