নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা গতকাল শেষ হয়েছে। এর মধ্যেই নির্ধারিত হয়েছে সেমিফাইনালের চার দল। অবশ্য বিশ্বকাপের শীর্ষ চার দল আগেই চূড়ান্ত হয়েছিল। অপেক্ষা ছিল পয়েন্ট টেবিলে কে কততম অবস্থানে থাকে সেই ভিত্তিতে সূচি প্রস্তুতের। গতকাল বিশ্বকাপের লিগপর্বে শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামে নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মাঠে নামে ভারতের বিপক্ষে।

এবারের আসরে যথারীতি সেমিফাইনালে উঠেছে সর্বোচ্চ ৭ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বাকি তিন দল দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ভারত। লিগপর্ব থেকে সবার আগে বিদায় নিশ্চিত করেছে বাংলাদেশ। এরপর একে একে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

অবশ্য এবার কেবল মাঠের খেলাই পয়েন্ট টেবিলের অবস্থান নির্ধারণ করেনি। কারণ বৃষ্টির কবলে পরিত্যক্ত হয়েছে পাঁচটি ম্যাচ। পাকিস্তান ও শ্রীলঙ্কার ৩টি করে, নিউজিল্যান্ডের দুটি এবং অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের একটি করে ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। প্রতিটি ম্যাচই ছিল শ্রীলঙ্কার মাটিতে। এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়া একমাত্র অপরাজিত দল। ৭ ম্যাচে ৬ জয় এবং একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর ১৩ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে অজি মেয়েরা। তাদের সমান পয়েন্ট কিংবা টপকানোর সুযোগ নেই কারও সামনে। ইংল্যান্ডের আছে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। ইংলিশরা ৫ জয় ও একটি করে হার-পরিত্যক্তের পর ১১ পয়েন্ট। ৫ জয় ও ২টি হার নিয়ে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থান প্রোটিয়াদের। আর

চারে থাকা ভারতের একটি ম্যাচ বাকি ছিল। ভারত ৩টি করে জয় ও হার নিয়ে ৬ পয়েন্ট পেয়ে চতুর্থ। আগামী ২৯ অক্টোবর প্রথম সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মেয়েরা। পরদিন ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। সেমিফাইনালে বিজয়ী দুই দল ২ নভেম্বর শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

সেমিফাইনাল ও ফাইনাল- তিন ম্যাচের প্রতিটির জন্যই একটি করে রিজার্ভ ডে রাখা হয়েছে। কোনো ম্যাচে ফল না এলে পরদিন পুনরায় খেলা হবে। তবে সেমিফাইনালে ফল না এলে লিগপর্বের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দল উঠবে ফাইনালে। ফাইনালেও ফল না এলে দুই দলই যৌথভাবে চ্যাম্পিয়ন হবে।

ম্যাচ তারিখ প্রতিপক্ষ সময় (বাংলাদেশ) ভেন্যু

প্রথম সেমিফাইনাল ২৯ অক্টোবর ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা বিকেল সাড়ে ৩টা গৌহাটি, দ্বিতীয় সেমিফাইনাল ৩০ অক্টোবর অস্ট্রেলিয়া-ভারত বিকেল সাড়ে ৩টা মুম্বাই , একই মাঠে আগামী ২ নবেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে পর্দা নামবে নারী বিশ্বকাপ ২০২৫-এর।