মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। তবে ম্যাসিভ হার্ট অ্যাটাক করে সাভারের একটি হাসপাতালে ভর্তি আছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তামিমের অবস্থার কিছুটা উন্নতি হলেও এখন পর্যন্ত তিনি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর হার্টে একটি রিং পরানো হয়েছে। অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। জ্ঞান ফেরার পর পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তামিম। তবে এখনও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন জাতীয় দলের সাবেক এই ওপেনার।

এদিকে তাঁর অসুস্থতার সংবাদ শুনে সাভারের কেপিজি হাসপাতালে তামিম ইকবালকে দেখতে সকালেই এসেছিলেন তামিমের স্ত্রী আয়েশা, তার ভাই নাফিস ইকবাল এবং চাচা আকরাম খান। সাভারের হাসপাতালে তখন পর্যন্ত তামিমের অবস্থা ছিল সংকটাপন্ন। তার অসুস্থতার খবর শুনেই স্থগিত করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ধারিত সভা।

এরপরেই সাভারের কেপিজি হাসপাতালে একে একে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এবং পরিচালকরা। বিসিবি সভাপতি ফারুক আহমেদের পাশাপাশি নাজমুল আবেদিন ফাহিম মাহবুবুল আনাম সহ আরো বোর্ডের কর্তা ব্যক্তিদের দেখা গিয়েছে। সঙ্গে ছিলেন সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। পরে এসেছিলেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরি, খালেদ মাহমুদ সুজন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। তিনি ছাড়াও মলিন মুখে হাসপাতালে হাজির হন সাবেক, বর্তমান অনেক ক্রিকেটার ও কোচ।