আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে ইংল্যান্ড দলের অধিনায়ক হিসেবে জ্যাকব বেথেলের নাম ঘোষনা করা হয়েছে। এর মাধ্যমে ২১ বছর বয়সী বেথেল ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন।

ওয়ারউইকশায়ারের প্রতিভাবান এই অল-রাউন্ডার ইংল্যান্ডের অন্যতম সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমান করেছেন। যদিও কোন ধরনের ফর্মেটে এখনো পর্যন্ত কোন সেঞ্চুরি করতে পারেননি। আগামী ১৭-২১ সেপ্টেম্বর পর্যন্ত ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজে বেথেলকেই অধিনয়ক হিসেবে বেছে নিয়েছে অস্ট্রেলিয়ান নির্বাচকরা। এই দলটিকে আগামী বছরের টি২০ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে মন্টি বাউডেন ২৩ বছর ১৪৪ দিন বয়সে ১৯৮৮/৮৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে ইংল্যান্ডের অধিনায়কত্ব করেছিলেন। তার রেকর্ড ভেঙ্গে এখন নতুন সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে নাম লেখালেন বেথেল। এ পর্যন্ত বেথেল চারটি টেস্ট, ১৩টি টি২০ ও ১২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ইংল্যান্ডের নির্বাচক লুক রাইট বলেছেন, ‘নিজের নেতৃত্বগুন দিয়ে ইতোমধ্যেই সবাইকে অনুপ্রাণীত করেছেন বেথেল। আয়ারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে আরো উন্নত করার সুযোগ সে পাচ্ছে।’ এ মাসে ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টে ইনজুরি আক্রান্ত বেন স্টোকসের স্থানে বেথেল দলে জায়গা করে নিয়েছিলেন। যদিও ব্যাট হাতে দুই ইনিংসে মাত্র ৬ ও ৫ রান করেছেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড

হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহাম আহমেদ, জোফরা আর্চার, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার (উইকেটরক্ষক), ব্রাইডন কার্স, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট, জেমি স্মিথ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি২০ স্কোয়াড

হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহাম আহমেদ, জোফরা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, লিয়াম ডওসন, ডাকেট জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট (উইকেটরক্ষক), জেমি স্মিথ, লুক উড।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি২০ স্কোয়াড

জ্যাকব বেথেল (অধিনায়ক), রেহাম আহমেদ, সনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার, টন হার্টলি, ডাকেট জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথু পট, আদিল রশিদ, ফিল সল্ট (উইকেটরক্ষক), লুক উড।