সম্প্রতি ক্রিকেটারদের টানা ব্যর্থতায় জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ ফি কমিয়ে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরে এই সিদ্ধান্তের তুমুল সমালোচনা হয় পাকিস্তানের ক্রিকেট মহলে। সাবেক, বর্তমান বেশ কিছু ক্রিকেটার এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এমন অবস্থায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে পিসিবি। সর্বশেষ ৭৫ শতাংশ ম্যাচ ফি কমিয়ে দিয়েছিল পিসিবি। গত বছর পাকিস্তানের জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের প্রতিটি ম্যাচ খেলার জন্য ৪০ হাজার পাকিস্তানি রুপি করে পেতেন ক্রিকেটাররা। প্রথম একাদশের বাইরে থাকা ক্রিকেটাররা পেতেন ২০ হাজার পাকিস্তানি রুপি করে। যা কমিয়ে যথাক্রমে ১০ হাজার পাকিস্তানি রুপি এবং ৫ হাজার পাকিস্তানি রুপি করা হয়েছিল।
পিসিবির এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা হয় পাকিস্তানের ক্রিকেট মহলে। বাবর আজমসহ অনেক ক্রিকেটার এই প্রতিযোগিতায় খেলবেন না বলেও জানান। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, চাপের মুখে এবার নড়েচড়ে বসেছেন পিসিবি কর্তারা। শেষ পর্যন্ত জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ ফি অপরিবর্তীত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।