শ্রীলংকা সফরে ওয়ানডে সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ যুব ক্রিকেট দল। গতকাল দুপুর ১২টা নাগাদ বাংলাদেশে এসে পৌঁছেছে যুব ক্রিকেটাররা। সিরিজে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজের শেষ ম্যাচে শ্রীলংকা যুবাদের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়। ফলে ৬ ম্যাচের এই সিরিজে ৩-২ ব্যবধানে জিতেছে আজিজুল হক তামিমের দল।

দেশে ফেরার পর এখন ক্রিকেটাররা যার যার নিজ বাড়ির চলে যান। আগামী ২০ মে আবারও ক্যাম্প শুরুর কথা রয়েছে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের। এর আগে বৃহস্পতিবার সিরিজের শেষ ম্যাচে কলম্বোতে দিনের শুরুতে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। ৩৯.১ ওভার খেলা হওয়ার পরই শুরু হয় বৃষ্টি। টানা তিন ঘণ্টার বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন জাওয়াদ আবরার। সর্বশেষ যুব এশিয়া কাপ জয়ের পর তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ এবার লঙ্কান ভূমি থেকে জয় নিয়ে ফিরল। যা ২০২৬ সালে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে তাদের জন্য অনুপ্রেরণার। অবশ্য এর আগেই একাধিক সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের।