২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কন্ডিশনকে মাথায় রেখে নিজেকে নতুন ভূমিকায় প্রস্তুত করছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। মারমুখী ব্যাটিংয়ের জন্য বিশ্বব্যাপী পরিচিত এই অজি তারকা এবার পাওয়ারপ্লেতে নতুন বলে স্পিন বোলিংয়ে নিজেকে ঝালিয়ে নিতে চান। বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে থাকা ম্যাক্সওয়েল তৃতীয় টি-টোয়েন্টির আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘উপমহাদেশে স্পিনার হিসেবে শুরুতে বেশি দায়িত্ব নিতে হয়, বিশেষ করে নতুন বলে, শক্ত সিমে বা শুকনো পিচে যেখানে বল গ্রিপ করে। আমরা এই দিকেই এগোচ্ছি।’ পাওয়ারপ্লেতে ম্যাক্সওয়েলের বোলিং নতুন নয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতের অধিনায়ক রোহিত শর্মার উইকেট তুলে নিয়েছিলেন তিনি। চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও পাওয়ারপ্লেতে বল হাতে দুটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন যার মধ্যে ছিল প্রোটিয়া অধিনায়ক এইডেন মারকরামের উইকেট। ইন্টারনেট
ক্রিকেট
নিজেকে প্রস্তুত করছেন ম্যাক্সওয়েল
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কন্ডিশনকে মাথায় রেখে নিজেকে নতুন ভূমিকায় প্রস্তুত করছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। মারমুখী ব্যাটিংয়ের জন্য বিশ্বব্যাপী পরিচিত এই অজি তারকা