এত বেশি মারেন- তার নামই হয়ে গেছে হিটম্যান। চার-ছক্কা হাঁকাতে রোহিত শর্মার খ্যাতি তো সবারই জানা। তবে শূন্যের রেকর্ডে এখন সবার ওপরে উঠে গেছে তাঁর নাম।আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ১৮টি করে শূন্য আছে তিন ব্যাটসম্যানের। এর মধ্যে আছেন রোহিতওÍ বাকি দুজন দিনেশ কার্তিক ও গ্লেন ম্যাক্সওয়েল। এক জায়গায় অবশ্য বাকিদের চেয়ে কিছুটা এগিয়ে আছেন ভারতীয় ওপেনার। রেকর্ড ১৮তম ‘হাঁস’ শিকারে তাঁকেই যে সবচেয়ে ইনিংস খেলতে হয়েছে।মুম্বাই ও ডেকান চার্জার্সের হয়ে আইপিএলে ২৫৮ ম্যাচের ২৫৩ ইনিংসে মাঠে নেমে ১৮ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। ম্যাক্সওয়েলই তিনজনের মধ্যে সবচেয়ে কম ১২৯ ইনিংসে খেলেছেন। কার্তিকের ১৮ শূন্য ২৩৪ ইনিংসে। এই তিনজনের পর আছেন পিয়ুশ চাওলা ও সুনীল নারাইন।
ক্রিকেট
শূন্যে শূন্যে রোহিতের রেকর্ড
এত বেশি মারেন- তার নামই হয়ে গেছে হিটম্যান। চার-ছক্কা হাঁকাতে রোহিত শর্মার খ্যাতি তো সবারই জানা। তবে শূন্যের রেকর্ডে এখন সবার ওপরে উঠে গেছে তাঁর নাম।আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ১৮টি করে শূন্য আছে তিন ব্যাটসম্যানের।