প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। আগামী সেপ্টেম্বরে আরব আমিরাতের শারজায তিন ম্যাচের সিরিজ খেলবে দু’দল। ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হলেও সিরিজটির আনুষ্ঠানিক আয়োজক হবে নেপাল। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এক বিবৃতিতে এই ঐতিহাসিক সিরিজকে ক্রিকেটের বিশ্বব্যাপী বিস্তারে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৭, ২৮ ও ৩০ সেপ্টেম্বর।
যা নেপালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া বাছাইপর্বে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবেও কাজ করবে। সিডব্লিউআই-এর প্রধান নির্বাহী ক্রিস ডেহরিং বলেন, ‘এই সিরিজ কেবল কিছু আন্তর্জাতিক ম্যাচ নয়। এটি ক্রিকেটের সম্প্রসারিত বৈশ্বিক অবস্থান এবং যে মূল্যবোধ ক্রিকেট বহন করে- গর্ব, উদ্দেশ্য এবং ঐক্যের শক্তি, তার একটি উদযাপন।
তিনি আরও বলেন, ‘(আইসিসির) একটি পূর্ণ সদস্য দেশ হিসেবে সীমানার বাইরেও ক্রিকেটের উন্নয়নে অবদান রাখা আমাদের দায়িত্ব। নেপালের ক্রিকেট যাত্রার এই গুরুত্বপূর্ণ পর্বে তাদের পাশে দাঁড়ানো শুধুমাত্র ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে খেলাটির প্রসার ঘটায় না, বরং আমাদের জাতীয় পতাকা গায়ে দেওয়ার গর্ব ও সম্মানকেও স্মরণ করিয়ে দেয়।