ওয়ানডে সিরিজে দারুণ সাফল্যের পর টি-টোয়েন্টি সিরিজে আত্মবিশ্বাসী ভাবেই মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় হতাশার হার দিয়ে শুরু হয়েছে টাইগারদের অভিযান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ রানে হেরে এখন সিরিজ সমতায় ফেরানোর চাপ নিয়ে মাঠে নামতে যাচ্ছে স্বাগতিকরা।

মিরপুরে ওয়ানডে জয় শেষে চট্টগ্রামের সাগরিকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আজ বুধবার অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে জয়ের বিকল্প নেই লিটন দাসের দলের সামনে। অন্যদিকে, সিরিজ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ১৬৫ রান তুলেছিল ক্যারিবীয়রা। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। শেষ পর্যন্ত দুই বল বাকি থাকতেই ১৪৯ রানে অলআউট হয় স্বাগতিকরা। বোলিং বিভাগেও তেমন ছন্দ খুঁজে পাওয়া যায়নি, ফলে হারের হতাশা নিয়েই বিশ্রামে কাটাতে হয় লিটনদের। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ দল গতকালও অনুশীলন করেছে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে।

টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ২০ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে ১০টি জয় ওয়েস্ট ইন্ডিজের, ৮টি বাংলাদেশের এবং একটি করে ম্যাচ শেষ হয়েছে পরিত্যক্ত বা ড্রয়ে। দুই দলের মধ্যে আটটি সিরিজ হয়েছে—যার চারটি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, তিনটি বাংলাদেশ এবং একটি হয়েছে সমতায়। সর্বশেষ সিরিজে লিটন দাসের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাঠে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছিল বাংলাদেশ।

তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ফরম্যাটে ভয়াবহ সময় পার করছে। সদ্যই তারা আইসিসির সহযোগী দেশ নেপালের কাছে ১-২ ব্যবধানে সিরিজ হেরেছে। এর আগে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষেও ব্যর্থ হয়েছে দলটি। চলতি বছর এখন পর্যন্ত ১৫টি টি-টোয়েন্টি খেলে ১২টিতেই পরাজয়ের মুখ দেখেছে শাই হোপ ও আকিল হোসেনদের দল।

বাংলাদেশ সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে রয়েছে। মাসের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। সে সিরিজে নিয়মিত অধিনায়ক লিটন দাস না থাকলেও জাকের আলীর নেতৃত্বে দলটি দেখিয়েছিল দুর্দান্ত পারফরম্যান্স।

এশিয়া কাপেও ভালো সূচনা করেছিল বাংলাদেশ। প্রথম পর্বে হংকং, আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে উঠলেও সেখানে ভারত ও পাকিস্তানের কাছে হেরে বিদায় নিতে হয়। এর আগে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজে (নেদারল্যান্ডস, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে) জয় এনে নিজেদের ধারাবাহিকতা দেখিয়েছিল লাল-সবুজের দল।

চট্টগ্রামে আজকের ম্যাচে তাই বাংলাদেশের লক্ষ্য একটাইসিরিজে টিকে থাকা। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ চাইবে জয় নিশ্চিত করে শেষ ম্যাচের আগেই ট্রফি নিজেদের করে নিতে।

সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩১ অক্টোবর, সন্ধ্যা ৬টায় একই ভেন্যুতে।