দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপে অংশ নিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চমক দেখালেও পরের ৫ ম্যাচেই পরাজিত হয়েছেন জ্যোতিরা। শেষ ম্যাচে ভারতের বিপক্ষে বৃষ্টির কল্যাণে ১ পয়েন্ট পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এক ম্যাচ জিতলেও বিশ্বকাপ থেকে তিন কোটি টাকার বেশি পাবে বাংলাদেশ।নারী ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্বে এক ম্যাচ জেতার সুবাদে বাংলাদেশ দল পাবে ৪১.৫৬ লাখ টাকা। এর সঙ্গে অংশগ্রহণকারী দল হিসেবে তারা পাচ্ছে ৩ কোটি ২ লাখ টাকা। অর্থাৎ, অংশগ্রহণ ও এক ম্যাচ জয়ের কারণে এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দল মোট ৩ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার টাকা প্রাইজমানি পাচ্ছে।

এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে নজির স্থাপন করল প্রাইজমানির দিক থেকে। টুর্নামেন্টের মোট প্রাইজমানি ১৬৮ কোটি ১৫ লাখ টাকা, যা মেয়েদের যেকোনো বৈশ্বিক টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।২০২৫ নারী বিশ্বকাপে প্রাইজমানির পরিমাণ ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত পুরুষ ওয়ানডে বিশ্বকাপের মোট প্রাইজমানি (১২১ কোটি ৭৪ লাখ টাকা) থেকেও বেশি। এছাড়া ২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপের তুলনায় এবার মোট প্রাইজমানি বেড়েছে ২৯৭ শতাংশ। আগামী ২ নভেম্বরের ফাইনালের বিজয়ী দল পাবে ৫৪ কোটি ২৬ লাখ টাকা, যা মেয়েদের ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন দলের চেয়েও ২ কোটি ২৯ লাখ টাকা বেশি।