আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২, ৩ ও ৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। চোটের কারণে এই সিরিজে থাকছেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক। তার জায়গায় দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান সৌম্য সরকার। পাঁজরের ইনজুরির জন্য আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন লিটন দাস। তার জায়গায় তিন ম্যাচের আসন্ন এই টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার।

তবে সৌম্য এখনও দুবাইয়ের ভিসা পাননি। ধারণা করা হচ্ছে আগামীকাল দেশ ছাড়তে পারেন তিনি। জানা গেছে, লিটনের সেরে উঠতে সময় লাগবে। যে কারণে আফগান সফরের টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তার। এশিয়া কাপের মাঝে অনুশীলনের সময় চোট পান লিটন দাস। তার ইনজুরির সবশেষ অবস্থা জানিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘লিটনের বাঁ পাশের পেটের পেশিতে গ্রেড ১ সাইড স্ট্রেইন ধরা পড়েছে। তিনি বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন এবং এ কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলা সম্ভব হচ্ছে না।’ সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশ-আফগানিস্তান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। ২ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের টি-টোয়েন্টি পর্ব। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর। এরপর ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ৮ অক্টোবর থেকে। পরবর্তী ম্যাচ দুটি হবে ১১ ও ১৪ অক্টোবর। এশিয়া কাপে একই গ্রুপে ছিল বাংলাদেশ ও আফগানিস্তান। দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয় পেয়েছে বাংলাদেশ। রশিদ খানরা গ্রুপপর্ব থেকে বিদায় নিলেও সুপার ফোরে জায়গা করে নিয়ে ফাইনালের স্বপ্নও দেখাচ্ছিল বাংলাদেশ। সুপার ফোরে বাংলাদেশের এশিয়া কাপ মিশন শেষ হলেও, দুই ফরম্যাটের আসন্ন সিরিজের কারণে এখনই তাদের দেশে ফেরা হচ্ছে না।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল

জাকের আলী অনিক (ক্যাপ্টেন), তানজিদ হাসান, পারভেজ হোসেন এমন, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মো. সাইফউদ্দিন এবং সৌম্য সরকার।