ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ে বিসিসিআইয়ের দপ্তর থেকে আইপিএলের ২৬১টি জার্সি উধাও হয়ে যায়। জার্সিগুলোর মূল্য বাংলাদেশি মুদ্রায় ৯ লাখ ১৮ হাজার টাকার মতো। জানা যায়, চুরি হওয়া জার্সিগুলো বিক্রি করা হয় হরিয়ানার এক ব্যক্তির কাছে। এই অভিযোগে ইতোমধ্যেই ফারুক আসলাম খান নামে এক নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হয়েছে। গত ১৩ জুন অডিটের সময় চুরির ঘটনাটি বিসিসিআই কর্মকর্তাদের নজরে আসে। গুদামঘরে রাখা জার্সির হিসাব না মেলায় কর্মকর্তারা সিসিটিভি ফুটেজে দেখতে পান, অভিযুক্ত নিরাপত্তাকর্মী একটি বক্সে বেশ কিছু জার্সি ভরে গুদামঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। এরপর ১৭ জুন মুম্বাইয়ের মেরিন ড্রাইভ পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়। বিসিসিআইয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপরই চুরির অভিযোগে গ্রেফতার করা হয় ফারুক নামে এক নিরাপত্তাকর্মীকে। পুলিশের কাছে অপরাধ স্বীকার করে ফারুক বলেছেন, অনলাইন জুয়ায় সর্বস্বান্ত হয়ে তিনি বাধ্য হয়ে চুরি করেছেন। তিনি সেই হরিয়ানার ব্যবসায়ীর কাছে জার্সিগুলো কত টাকায় বিক্রি করেছেন, সেটা অবশ্য জানা যায়নি। ওই ব্যবসায়ী অবশ্য পুলিশের কাছে দাবি করেছেন, জার্সিগুলো চুরি করা সেটা তিনি জানতেন না।