DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

ক্রিকেট

মুশফিক-রিয়াদের অবসর নিয়ে যা বললেন আকরাম খান

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার মোটেও ভালো করেনি বাংলাদেশ। বড় আশা নিয়ে গিয়ে ফিরেছে খালি হাতে। কোন ম্যাচেই জিততে পারেনি বাংলাদেশ।

স্পোর্টস রিপোর্টার
Printed Edition
Akram

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার মোটেও ভালো করেনি বাংলাদেশ। বড় আশা নিয়ে গিয়ে ফিরেছে খালি হাতে। কোন ম্যাচেই জিততে পারেনি বাংলাদেশ। সেমিফাইনালের আগেই বিদায় নিয়েছে টাইগাররা। চ্যাম্পিয়ন হওয়ার আশা নিয়ে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপপর্বেই বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের। সর্বশেষ আসরে সেমিফাইনালে খেললেও এবার কোনো ম্যাচেই জয়ের দেখা পায়নি টিম টাইগার্স। টুর্নামেন্টটিতে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন মুশফিকুর রহিম। এ ছাড়া এক ম্যাচ খেলা মাহমুদউল্লাহ রিয়াদও পাননি রানের দেখা। বয়সের কথা চিন্তা করলেও প্রশ্ন আসছে জাতীয় দলে এই অভিজ্ঞ দুই ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে। তবে মুশফিক-মাহমুদউল্লার ভবিষ্যৎ নিয়ে তাদের ওপরই ছেড়ে দিতে বললেন বিসিবি পরিচালক আকরাম খান। গতকাল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন সাবেক এই অধিনায়ক। সেখানে কথা বলেছেন অভিজ্ঞ দুই ক্রিকেটারকে নিয়ে। আকরাম খান বলছিলেন, 'দেখেন একটা জিনিস প্রথমে আমি মনে করি যে, যারা সিনিয়র প্লেয়ার আছে তাদের সবাইকে সম্মান করা উচিত। খেলোয়াড়রাই বলতে পারবে একমাত্র ওর ফিটনেস, বা প্রেসার কিভাবে খেলাটা নিচ্ছে। একটা খেলোয়াড়ই বুঝতে পারে তার ভবিষ্যৎ কি অবস্থা। সবকিছু মিলে আমাদের খেলোয়াড়দের উপর ছেড়ে দেয়া উচিত, সিদ্ধান্তটাও ওরাই নিক এবং যদি বেশি সমস্যা হয় টিম ম্যানেজমেন্ট আছে খেলোয়াড়ও আছে ওরা বসে সিদ্ধান্ত নেয়া উচিত। আমার মনে হয় এটা নিয়ে বাইরে আলাপ আলোচনা করা সম্মানজনক দেখায় না।' সোমবার বিসিবির বোর্ড মিটিং শেষে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমও মুশফিক-মাহমুদউল্লাহকে প্রশ্নের মুখে পড়েছিলেন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার মনে হয় তাদের প্রমাণ করতে হবে। তাদের বয়সের দিক থেকে বলি, তাদের ফিটনেসের দিক থেকে বলি, তাদের পারফরম্যান্সের দিক থেকে বলিÑ এটা আমার কল না, এটা নির্বাচকদের কল। আমার মন্তব্য করাটা ঠিক না। কিন্তু খেলাটা সহজ হবে না।’ শিগগিরই সংগঠক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দেখা যেতে পারে দেশ সেরা ওপেনার তামিম ইকবালকে। তামিমের বোর্ডে আসা প্রসঙ্গে এবার কথা বলেছেন বিসিবি পরিচালক আকরাম খান। গতকাল মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম খান বলেন, ' বোর্ডে আসাটা ডিপেন্ড করে কে কীভাবে আসতে চাচ্ছে। যেমন ধরেন আমার খেলা শেষ করার পর ইচ্ছা ছিল যে ক্রিকেট বোর্ডে আসা। অনেকে হয়তো আসেনি, ওদের ইন্টারেস্ট নেই। যাদের ব্যাকগ্রাউন্ড ভালো, যারা ক্রিকেটের সাথে আছে, শুধু ক্রিকেট না যেকোন স্পোর্টসে তাদের ব্যাকগ্রাউন্ড থাকে, ফুটবল আছে, হকি আছে। তারা আসলে ক্রিকেটের জন্য, স্পোর্টসের জন্য ভালো।' নাজমুল হোসেন শান্ত তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে গুঞ্জন ছিল অন্তত দুই ফরম্যাট থেকে নেতৃত্ব ছাড়তে চান শান্ত। তবে এখনো সে বিষয়ে কোনো কার্যকরী সিদ্ধান্ত আসেনি। গতকালকের বোর্ড মিটিংয়েও এ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন আকরাম খান। তিনি বলেন, 'অধিনায়কত্ব নিয়ে ওই ধরনের কোনো কথা আমাদের মধ্যে হয়নি। তারপরও যে ফরম্যাটে অধিনায়ক হবে পুরো দায়িত্বটা নিতে হবে। এবং ওর পারফরম্যান্স হলো মেইন ও যদি পারফরম্যান্স করতে পারে তাহলে টিমকে ভালোভাবে পরিচালনা করতে পারবে।' 'অন্য সব দেশে কিন্তু তিন ফরম্যাটে আলাদা আলাদা প্লেয়ার আছে। বাংলাদেশে কিন্তু তিন ফরম্যাটে সবাই খেলছে। আমাদের অপশনটা খুবই কম, যেখানে আমরা দল করতে পারছি না, সেখানে তিন অধিনায়ক করা কিন্তু কঠিন হয়ে পড়বে। একটু আগে বললাম যে অধিনায়ককে ভালো লিড দিতে হবে। পারফর্ম করলে তখনই ভালো, আমাদের আগে ওই পারফর্মম্যান্সটা খুজে বের করতে হবে।'