লাহোরে পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস হেরে আগে ব্যাটিং পায় বাংলাদেশ। টস জিতে আগে ফিল্ডিং বেছে নেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই হেরে এক ম্যাচ আগেই সিরিজ হারে টাইগারা। শেষ ম্যাচটি টাইগারদের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ। এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোটে ছিটকে গেছেন শরিফুল ইসলাম। তার বদলে একাদশে এসেছেন খালেদ আহমেদ। এই ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে এই পেসারের। পাকিস্তানও একাদশে একটি পরিবর্তন এনেছে। হারিস রউফের বদলে সুযোগ পেয়েছেন আব্বাস আফ্রিদি।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

পাকিস্তান একাদশ: শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), সালমান আলি আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলি, আব্বাস আফ্রিদি ও আবরার আহমেদ।