জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ চলাকালীন সময়ে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বরিশাল বিভাগের ক্রিকেটার ফজলে মাহমুদ রাব্বী। গতকাল দেশের প্রথম শ্রেণির সবচেয়ে বড় এই টুর্নামেন্ট শুরু হয়েছে। তবে গতকাল আসরের প্রথম দিনেই ম্যাচ চলাকালে ঘটেছে এক অনাকাক্সিক্ষত ঘটনা। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নামে বরিশাল বিভাগ। তবে ম্যাচের প্রথম সেশনের ১৯তম ওভারে গরমের কারণে মাঠের বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ক্রিকেটার ফজলে মাহমুদ রাব্বী। দ্রুততম সময়ে স্ট্রেচারে শুইয়ে ৩৮ বছর বয়সী রাব্বিকে অ্যাম্বুলেন্সে তোলা হলেও পরবর্তী সময়ে ভালো অনুভব করায় হাসপাতালে যেতে হয়নি।