এশিয়া কাপে সুপার ফোরে আজ মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। দুবাইয়ে হাইভোল্টেজ এই ম্যাচে অ্যান্ডি পাইক্রফটকেই আবারও রেফারি হিসেবে নিয়োগ দিয়েছে আইসিসি। গত ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচেও রেফারি ছিলেন পাইক্রফট। সে সময় অভিযোগ ওঠে, জিম্বাবুয়ের এই রেফারি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে পাকিস্তান অধিনায়ক সালমান আগার সঙ্গে হাত না মেলাতে বলেছিলেন যা ক্রিকেটীয় চেতনা ও নিয়মের পরিপন্থী।
এ ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে এশিয়া কাপ থেকে অপসারণের দাবি জানায়। সাধারণত টুর্নামেন্টের পরের ধাপের জন্য ম্যাচ অফিশিয়ালদের দায়িত্ব দেয়া হয় দল ও অফিশিয়ালদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে।