তিন ম্যাচের ওয়ানডে ও টি- টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল। এই সিরিজের ওয়ানডে ম্যাচগুলো হবে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে।
আর টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে কক্সবাজারের একাডেমি গ্রাউন্ডে। ৬, ৮ ও ১১ মে তিনটি ওয়ানডে ম্যাচ এবং ১৪, ১৬ ও ১৮ মে টি- টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল ১০টায়। আর টি২০ শুরু হবে দুপুর ১.৩০ মিনিটে। এই সিরিজকে সামনে রেখে আগামী ২ মে দক্ষিণ আফ্রিকা দল বাংলাদেশে পৌঁছাবে এবং ১৯ মে দেশের উদ্দেশ্যে রওয়ানা হবে।