লাহোর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ফিফটিতে ৫ উইকেটে ৩১৩ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। মনে হয়েছিল আরও বড় সংগ্রহের পথে আছে স্বাগতিকরা। ব্যাটিংয়ে ছিলেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা। তবে গতকাল টেস্টের দ্বিতীয় দিনে দলীয় ৩৬২ রানের মাথায় ৭৫ রান করে রিজওয়ান বিদায় নিলে ভাঙে ১৬৩ রানের সেই জুটি। সেখান থেকে ১৬ রান যোগ করতেই বাকি ৪ উইকেট নেই। পাকিস্তানের ইনিংসে মূলত ধস নামিয়েছেন সেনুরান মুথুসামি। শেষ ৫ উইকেটের চারটিই শিকার করেছেন এই বাঁ হাতি স্পিনার। এই চার উইকেটসহ পুরো ইনিংসে ১১৭ রানে ৬ উইকেট নেন তিনি। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ৫ বা তার বেশি উইকেট নিলেন মুথুসামি। সালমান ৯৩ রান করেন। এর আগে ইমাম-উল-হক (৯৩) ও অধিনায়ক শান মাসুদের (৭৬) ফিফটিতে প্রথম দিনে চালকের আসনে ছিল পাকিস্তান। তবে দ্বিতীয় দিনের ব্যর্থতায় ৩৭৮-এ গুটিয়ে যায় পাকিস্তান। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভালোই জবাব দিচ্ছে দক্ষিণ আফ্রিকা। ২৫ ওভারে ২ উইকেটে ৮১ রান তুলেছে প্রোটিয়ারা। এখনো ২৯৭ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা।
ক্রিকেট
পাকিস্তানকে ৩৭৮ রানে থামিয়ে ভালই জবাব দিচ্ছে প্রোটিয়ারা
লাহোর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ফিফটিতে ৫ উইকেটে ৩১৩ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। মনে হয়েছিল আরও বড় সংগ্রহের পথে আছে স্বাগতিকরা। ব্যাটিংয়ে ছিলেন মোহাম্মদ রিজওয়ান