মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে চালকের আসনে বাংলাদেশ। গতকাল মিরপুরে ক্যারিয়ারের শততম টেস্টে খেলতে নেমেই সেঞ্চুরির দেখা পান মুশফিকুর রহিম। মুশফিকের পাশাপাশি সেঞ্চুরি করেছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস। দুজনের জোড়া সেঞ্চুরির পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ১৪১.১ ওভারে ৪৭৬ রানে অলআউট হয় স্বাগতিকরা।
ইতিহাসে মাত্র তৃতীয় দেশ হিসেবে টেস্টের একই ইনিংসে ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ উইকেটে ১০০ রানের জুটি গড়ে বাংলাদেশ। মুশফিক-মুমিনুলের চতুর্থ উইকেট জুটিতে ১০৭, মুশফিক-লিটনের পঞ্চম উইকেটে ১০৮ এবং লিটন-মিরাজের ষষ্ঠ উইকেট জুটিতে ১২৩ রান পায় বাংলাদেশ। এর আগে কেবল ভারত এবং পাকিস্তান একই কীর্তি গড়েছিল।
গতকাল মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে ২৯২ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। সকালে দ্বিতীয় ওভারেই আইরিশ পেসার জর্ডান নেইলের বল লেগ স্টাম্পে ঠেলে সেঞ্চুরি তুলে নেন মুশফিক। তবে ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরির পরেই ২১৪ বলে ১০৬ রানে বিদায় নেন বাংলাদেশের সফলতম এই ব্যাটার। এরপর মেহেদি হাসান মিরাজকে নিয়ে ১২৩ রানের জুটি গড়েন লিটন দাস। এর মধ্যে ১৫৮ বলে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন লিটন। শেষ পর্যন্ত ১৯২ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১২৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। তার আগে বিদায় নেয়া মিরাজ থামেন ফিফটির আগেই। ১০৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪৭ রান করেন এই স্পিনিং অলরাউন্ডার। শেষ দিকে ক্যামিও খেলেছেন এবাদত হোসেন। ৩ চার ও ১ ছক্কায় ১৮ রান করে তিনি অপরাজিত ছিলেন। বাংলাদেশ অলআউট হয় ৪৭৬ রানে। আইরিশদের পক্ষে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেছেন অভিজ্ঞ স্পিনার ম্যাকব্রাইন। এ ছাড়া ম্যাথু হাম্প্রিস ও গ্যাভিন হোয়ে ২টি করে উইকেট নিয়েছেন।
জবাবে দিন শেষে আয়ারল্যান্ড ৫ উইকেট হারিয়ে ৯৮ রান তুলেছে। ৪৬৭ রানের বিশাল বোঝা নিয়ে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ড শুরুতেই ধাক্কা খায়। উদ্বোধনী জুটি ৪১ রানে সৈয়দ খালেদ আহমেদ ভাঙেন ২৭ রান করা পল স্টার্লিংকে ফিরিয়ে। এরপরই স্পিনারদের সামনে আইরিশ ব্যাটারদের টিকে থাকার লড়াই শুরু হয়, যেখানে তারা পুরোপুরি ব্যর্থ। উইকেটে বল নিচু হওয়া এবং গ্রিপ করার সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের স্পিনাররা দাপট দেখান। বালবার্নি ও কার্টিস ক্যাম্ফারকে ফেরান হাসান মুরাদ। এর মাঝে কেড কারকাইমেলকে ফেরান মেহেদী হাসান মিরাজ। প্রথম স্পেলে সুবিধা করতে না পারা তাইজুল দ্বিতীয় স্পেলে ফিরে বিদায় করেন হ্যারি টেক্টরকে। দিন শেষে আয়ারল্যান্ড ৫ উইকেটে ৯৮ রান তুলেছে। বাংলাদেশ থেকে এখনও ৩৭৮ রানে পিছিয়ে আয়ারল্যান্ড। ফলোঅন এড়াতে হলে আরও ১৭৮ রান অর্থাৎ প্রথম ইনিংসে ২৭৬ রান করতে হবে সফরকারী দলকে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ১৪১.১ ওভারে ৪৭৬ (আগের দিন ২৯২/৪) (মুশফিক ১০৬, লিটন ১২৮, মিরাজ ৪৭, তাইজুল ৪, মুরাদ ১১, ইবাদত ১৮*, খালেদ ৮; নিল ১১-১-৪৭-০, ক্যাম্ফার ১০-০-৩২-০, ম্যাকব্রাইন ৩৩.১-৩-১০৯-৬, হামফ্রিজ ৫০-৫-১৫১-২, হোয়ে ৩৪-৩-১১৫-২, টেক্টর ৩-০-১০-০)।
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৩৮ ওভারে ৯৮/৫ (বালবার্নি ২১, স্টার্লিং ২৭, কারমাইকেল ১৭, টেক্টর ১৪, ক্যাম্ফার ০, টাকার ১১*, ডোহেনি ২*; ইবাদত ৫-১-১০-০, খালেদ ৬-০-৩০-১, তাইজুল ১৩-১-৩২-১, মুরাদ ১০-৩-১০-২, মিরাজ ৩-০-১১-১, মুমিনুল ১-১-০-০)।