ক্রিকেট
ভারত ম্যাচের প্রস্তুতি নিতে আজ সৌদি যাচ্ছে জামাল ভূঁইয়ারা
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে আজ বুধবার সৌদী আররের তায়েফ শহরে যাচ্ছে বাংলাদেশ দল। মঙ্গলবার সন্ধ্যায় কিংস অ্যারেনায় অনুশীলন করেছে জাতীয় ফুটবল দল। এরপর সৌদি আরবে ক্যাম্প শেষে
Printed Edition

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে আজ বুধবার সৌদী আররের তায়েফ শহরে যাচ্ছে বাংলাদেশ দল। মঙ্গলবার সন্ধ্যায় কিংস অ্যারেনায় অনুশীলন করেছে জাতীয় ফুটবল দল। এরপর সৌদি আরবে ক্যাম্প শেষে ১৭ মার্চ রাতে বাংলাদেশে ফিরবেন ফুটবলাররা। এই সময়ের মধ্যে সেখানে অনুশীলনের পাশাপাশি দুয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলারও পরিকল্পনা রয়েছে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার।গত বছরের মতো এই বছরও একটি ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে সুদানের বিপক্ষে। বাংলাদেশ দল সৌদি আরবের তায়েফে ক্যাম্প করবে।
প্রাথমিকভাবে ক্যাম্পে থাকা ৩০ ফুটবলার নিয়ে আজ দুপুর ১টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবে যাচ্ছে জামাল ভূঁইয়ারা। দলটি ফিরবে ১৭ মার্চ রাতে। ঢাকায় ফেরার পর দলটি ভারত যাবে ২০ মার্চ। সৌদি রওনা হওয়ায় আগে গতকাল দুপুরে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল কোচ ও ম্যানেজারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সময় দলের নানা বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি তিনি ভারত ম্যাচ নিয়ে দলকে উৎসাহ প্রদান করেছেন। এ সময় জাতীয় দল কমিটির একাধিক সদস্য ছাড়াও বাফুফের অন্যতম সহ-সভাপতি ফাহাদ করিমও উপস্থিত ছিলেন। এদিকে ভারতে যাওয়ার আগেই দলের সঙ্গে যোগ দেবেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাটেডের বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী ও ইতালিয়ান লিগে খেলা ফাহমেদুল ইসলাম।ফাহমেদুল ১০ মার্চ সৌদিতে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। আর আলোচিত হামজা চৌধুরীর ঢাকায় এসে দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে ১৮ মার্চ। আগামী ১৬ মার্চ হামজার ক্লাবের একটি ম্যাচ রয়েছে। বাংলাদেশে হামজার ফেরা নিয়ে বাফুফে নানা পরিকল্পনা নিয়েছে। তাকে বরণ করার পরিকল্পনাও আছে ফেডারেশনের। জানা গেছে শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার ইংল্যান্ড থেকে সরাসরি সিলেট এসে পৌঁছাবেন ১৭ মার্চ সকালে। তার পৈতৃক নিবাস হবিগঞ্জে একদিন কাটিয়ে পরদিন ঢাকায় বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেবেন।
বাফুফে হামজাকে বিমানের বিজনেস ক্লাস টিকিট প্রদান করবে। হামজার সঙ্গে তার স্ত্রী এবং সন্তানেরও বাংলাদেশে আসার কথা রয়েছে। হামজার সরাসরি সিলেটে আসা নিশ্চিত হয়েছে, এখন বাফুফে তার বরণ ও নিরাপত্তা নিয়ে কাজ করবে এই কয়েকদিন। উল্লেখ্য এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ ভারত, হংকং ও সিঙ্গাপুর। চূড়ান্ত পর্বে ওঠার সম্ভাবনা তৈরি করতে বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ম্যাচ ভারতের বিপক্ষেই। দুই দেশের প্রথম ম্যাচ আগামী ২৫ মার্চ ভারতের শিলংয়ে, ফিরতি ম্যাচ ঢাকায় ১৮ নভেম্বর।
হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে তিন প্রতিপক্ষের বিপক্ষে ৬ ম্যাচ খেলবে বাংলাদেশ। জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা চূড়ান্ত পর্বে চোখ রেখে শিষ্যদের নিয়ে অনুশীলনে নেমেছেন ২৮ ফেব্রুয়ারি। এশিয়ার ২৪ টি দেশ ৬ গ্রুপে ভাগ হয়ে খেলবে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে। গ্রুপ চ্যাম্পিয়নরা পাবে ২০২৭ সালে সৌদিতে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের টিকিট।